আগামী রবিবার ATK মোহনবাগানের খেলা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সবুজ মেরুন শিবির তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয়ের মুখ দেখেছে এবং এক ম্যাচে হেরে গিয়েছে।এমন আবহে শনিবার ISL’র টুইটার হ্যান্ডেলে ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর একটি সংক্ষিপ্ত সময়ের সাক্ষাৎকার সেশন ভিডিও আকারে আপলোড করা হয়েছে।
ওই সাক্ষাৎকার সেশনে হুয়ান ফেরান্দোর নিজের ফুটবল দর্শনকে ছোট্ট সময়ের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন,”প্রতি ম্যাচের গল্প আলাদা।কখনও ম্যাচ আপনার নিয়ন্ত্রণে থাকে ৭৫ কিংবা ৮০ মিনিট,শেষ ১০ মিনিটে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে।আমি নিজের উদাহরণ টেনে বলছি,আমি ইন্ডিয়ান সুপার লিগের অনেক ম্যাচ লক্ষ্য করেছি ৮৫ মিনিটেই খেলার নিস্পত্তি প্রায় ঘটে গিয়েছে,যখন টিমের স্কোর ১-০ এই ভেবে।কিন্তু কিছু মুহুর্ত পরে খেলার রেজাল্ট মোবাইলে চেক করতে গিয়ে দেখা যাচ্ছে স্কোর ১-২ যা বিস্ময়কর, হ্যা এটাই সত্যি, এটা খুবই আশ্চর্যকর।”
মুম্বই উড়ে যাওয়ার আগে ATKমোহনবাগান টুইটার হ্যান্ডেল থেকে শনিবার টুইট পোস্টে বলা হয়েছে,
“মুম্বাই রওনা হওয়ার আগে চূড়ান্ত স্পর্শ ✈️
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন ” ISL নিজেদের শেষ ম্যাচ খেলেছে প্রতীম কোটালরা ডার্বি ম্যাচ।
হাইপ্রেসার গেমে ২-০ গোলে ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে দিয়ে টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ডার্বি ম্যাচ জয়ের ফলে হুগো বাউমাসদের আত্মবিশ্বাস তুঙ্গে।হাইপিচে জয়ের লক্ষ্যে মুম্বইর মতো শক্ত গাটের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মেরিনার্সরা তা বলাই চলে।
The matches in the #HeroISL are unpredictable 🤯
Here's @atkmohunbaganfc head coach @JuanFerrandoF on the competitive nature of the Hero ISL exclusively on the #LetsFootballLive Show 🙌🏻
📺 Catch the full episode here: https://t.co/8GLCqRXOsM#LetsFootball #JuanFerrando pic.twitter.com/H7l8HGhvaU
— Indian Super League (@IndSuperLeague) November 5, 2022