Kiyan Nassiri: হ্যাট্রিক-বয় কিয়ানকে নিয়ে ফের শুরু হল জল্পনা

ভারতের অন্যতম উঠতি প্রতিভা কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকে তাঁকে নিয়ে শুরু হয় জল্পনা। এবারেও কিয়ানকে নিয়ে জল্পনা শুরু হয়েছে নতুন…

Kiyan Nassiri

ভারতের অন্যতম উঠতি প্রতিভা কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকে তাঁকে নিয়ে শুরু হয় জল্পনা। এবারেও কিয়ানকে নিয়ে জল্পনা শুরু হয়েছে নতুন করে। তিনি নাকি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বিদায় নিতে পারেন!

কিয়ান নাসিরি মোহনবাগান থেকে বিদায় নিতে পারেন এই সম্ভাবনার কথা আগেও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত যা সত্যি প্রমাণিত হয়নি। এবারেও দাবি করা হচ্ছে, নাসিরি বাগান ছাড়তে পারেন।

খবরে ইতিমধ্যে প্রকাশ, কিয়ান নাসিরি সামনের মরসুমে যোগ দিতে পারেন চেন্নাইন এফসিতে। তবে তিনি সত্যি বাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দেবেন কি না সেটা জোর দিয়ে বলার সময় এখনও আসেনি।  ট্রান্সফার উইন্ডো খোলার মাঝে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। এই সময়কালে অনেক কিছুই ঘটতে পারে। তাই কিয়ান নাসিরির ভবিষ্যৎ সম্পর্কে জোর দিয়ে বলার মতো সময় এখনও আসেনি।

তবে বিপরীত মতামতও রয়েছে। ফুটবল মহলের কেউ কেউ এটাও দাবি করছেন যে কিয়ান নাসিরির দল বদল সংক্রান্ত খবর নিরেট নয়। দুই ধরণের দাবির তুলনা করলে আপাতত বলাই যায়, কিয়ান নাসিরির দল বদল সংক্রান্ত খবর আপাতত জল্পনার স্তরেই রয়েছে।