Sandeshkhali: সন্দেশখালি, শেখ শাহজাহান মামলা গেল CBI-এর হাতে, অস্বস্তি তৃণমূলে

সন্দেশখালি (Sandeshkhali) মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি মামলা ও শেখ শাহজাহান এবার CBI-এর হাতেই গেল। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে…

সন্দেশখালি (Sandeshkhali) মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি মামলা ও শেখ শাহজাহান এবার CBI-এর হাতেই গেল। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্যের শাসক দল তৃণমূল।

সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি জানিয়েছে রাজ্য। এদিকে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রেজিস্ট্রারের কাছে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয়। বিকেল সাড়ে চারটে নাগাদ শাহজাহানকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী ৩ দিনের জন্য এই আদেশ স্থগিত রাখার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন, কিন্তু হাইকোর্ট তা প্রত্যাখ্যান করে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ইডি দলের উপর হামলার ঘটনায় ২৯ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার মীনাখান এলাকা থেকে শেখকে গ্রেফতার করা হয়। তিনি ৫৫ দিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। বিকেল সাড়ে ৪টায় শাহজাহানকেও দলের হাতে তুলে দেওয়া হবে।