Locket Chatterjee: শ্রীরামপুরের বিজেপি কর্মীদের কাছেই বহিরাগত লকেট

হুগলির বিজেপি সাংসদ। কিন্তু শ্রীরামপুরে তিনি বহিরাগত। লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল শ্রীরামপুর এবং বৈদ্যবাটি এলাকায়। পোস্টারে লেখা, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে…

Locket Chatterjee

হুগলির বিজেপি সাংসদ। কিন্তু শ্রীরামপুরে তিনি বহিরাগত। লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল শ্রীরামপুর এবং বৈদ্যবাটি এলাকায়। পোস্টারে লেখা, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।

নেতাদের বিরুদ্ধে পোস্টার ভারতীয় রাজনীতিতে নতুন নয়। যাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে, তাঁকা সবাই বিরোধী শিবিরের চক্রান্তের অভিযোগ করেছেন। আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধেও পোস্টার পরে। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলে পদ্ম শিবির। শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারের নিচে খুব স্পষ্ট করে লেখা হয়েছে, দয়া করে আমাদের কেউ তৃণমূল বা কংগ্রেস বলবেন না। আমরা বিজেপি কর্মী।

প্রায় ১০ বছর ধরে বিজেপিতে আছেন লকেট চট্টোপাধ্যায়। ২০১৬ সালের বিধানসভা ভোটে লড়াই করে জিততে পারেননি। ২০১৯ সালে হুগলির সাংসদ হন। তারপর ২০২১ সালের বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। জিততে পারেননি। হুগলি লোকসভা এলাকায় কান পাতলে বিজেপির কোন্দল শোনা যায়। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কর্মীদের ক্ষোভও শোনা যায়। হুগলি থেকে আর তিনি প্রার্থী হচ্ছেন না তা স্পষ্ট। বিকল্প বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ভেসেছিল। তারপরে চর্চায় আসে হুগলি জেলার শ্রীরামপুর।

২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই পদ্মের প্রার্থী হিসেবে ভাসছে লকেট চট্টোপাধ্যায়ের নাম। তা নিয়েও পোস্টার। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে গঙ্গাপাড়ের হাওয়া গরম।