BJP at CBI office: একাধিক মামলার সুরাহা কেন হচ্ছে না? সিবিআই দফতরে ধর্নায় বিজেপি

কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI) ওপর বর্তেছে। কিন্তু এখনও অবধি সুরাহা হয়নি একটি মামলারও। এই দাবীকে সামনে রেখে মঙ্গলবার সিবিআই দফতরে বিক্ষোভ…

BJP in dharna at CBI office

কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI) ওপর বর্তেছে। কিন্তু এখনও অবধি সুরাহা হয়নি একটি মামলারও। এই দাবীকে সামনে রেখে মঙ্গলবার সিবিআই দফতরে বিক্ষোভ করে বিজেপি। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি। পরে তাঁদেরকে লালবাজার থানায় নিয়ে যাওয়া হয়।

বিক্ষোভকারী বিজেপি নেতা রাকেশ সিংয়ের বক্তব্য, আইনের চোখে সবাই সমান। কেন সিবিআই একজনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে? তাঁদের উচিত দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা৷ ঠিকঠাক তদন্ত হলে এতক্ষণে গোটা তৃণমূল সরকার জেলের ভিতর থাকত। সমস্ত ঘটনাতেই দেখেছি কিভাবে সেটিং হয়। তাই সিবিআইয়ের কাছে আমার দাবি দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷

abhijit gangopadhyay

যদিও সিবিআইয়ের তদন্ত নিয়ে শুধুমাত্র বিজেপি আশাহত নয়। একই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, প্রত্যেকটি অন্ধকার টানেলের শেষে আশার আলো দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে তিনি আশার আলো দেখতে পাচ্ছেন না। তাঁর স্পষ্ট বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন সহ একাধিক মামলায় তিনি যে সিবিআই তদন্তের নিরদেশ দিয়েছিলেন সেই সমস্ত মামলায় তিনি এখনও ইতিবাচক ফলাফল দেখতে পাচ্ছেন না। তাহলে কী সিবিআইয়ের পরিবর্তে আদালতের পর্যবেক্ষণে এসআইটি গঠন করলে ভালো হত?সেই প্রশ্ন তিনি তুলেছেন।

মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে বিজেপি কর্মীদের বিক্ষোভ সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে৷ আগামী দিনে গোটা বিষয়টি কোন দিকে গড়াবে? এখন সেটাই দেখার।