East Bengal: আরও একটা টুর্নামেন্টে দল নামাবে ইস্টবেঙ্গল!

East Bengal's Stunning New Jersey

নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামাচ্ছে কলকাতা ময়দানের দুই প্রধান – মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যে দুই দল খেলেছে ডুরান্ড কাপ। জারি রয়েছে কলকাতা ফুটবল লীগ অভিযান। ইন্ডিয়ান সুপার লীগে অভিযান শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। সোমবার আইএসএল অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড। শোনা যাচ্ছে আরও একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারে ইস্টবেঙ্গল।

Advertisements

ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, আরও একটি টুর্নামেন্ট খেলতে পারে তাদের প্রিয় ক্লাব। আসামে ইন্ডিপেনডেন্স ডে কাপ টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলবে বলে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে জল্পনা। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

২৯ অক্টোবর থেকে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজিত হতে পারে। এই সময়কালের মধ্যে ইন্ডিয়ান সুপার লীগে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ রয়েছে। নভেম্বরের ৪ তারিখে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল হলুদ দলে শিবিরের ম্যাচ রয়েছে। ২৮ অক্টোবর রয়েছে ডার্বি, মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ।

Advertisements

এবারের মরসুমে বেশি সংখ্যক প্রতিযোগিতায় খেলতে নামছে ময়দানের দুই প্রধান। মোহন বাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে খেলেছে ডুরান্ড কাপ। AFC প্রতিযোগিতা, ইন্ডিয়ান সুপার লীগ, কলকাতা ফুটবল লীগে শুরু করেছে অভিযান। ইস্টবেঙ্গল AFC প্রতিযোগিতা ছাড়া বাকি টুর্নামেন্টে নাম দিয়েছে।