টাকার অভাব হবে না। এমনটাই জানালেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুরারী লোহিয়া। পরের মরসুমে ইস্টবেঙ্গল ভালো গঠন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
চলতি মরসুমে কলিঙ্গ সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল এফসি। সেই সুবাদে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে লাল হলুদ ব্রিগেড। বিদেশি দলের বিরুদ্ধে কিংবা এশিয়ান প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বরারব ভালো। দীর্ঘ দিনের অপেক্ষার পর ক্লাব আবার আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে চলেছে। কলকাতার শতাব্দী প্রাচীন দলের মান রক্ষার দায়িত্ব এখন ক্লাব ও বিনিয়োগকারীদের হাতে। কর্তারাও সে কথা জানেন। অনেক আশা নিয়ে প্রিয় ক্লাবের দিকে তাকিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের ক্লাবের সমর্থকরা। বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের আগে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুরারী লোহিয়ার দেওয়া আশ্বাস এই মুহুর্তে উপহারের থেকে কম কিছু নয়।
লোহিয়া জোর গলায় দাবি করেছেন, সামনের মরসুমে ভালো গঠন করার জন্য চেষ্টা চালাবেন কর্তারা। তিনি এ-ও বলেছেন, “টাকার অভাব হবে না।” শনিবার বলা তাঁর এই মন্তব্য লাল হলুদ সমর্থকদের মনে নতুন করে আশা সঞ্চার করার জন্য যথেষ্ট। বলা বাহুল্য, এবারের বারপুজোকে কেন্দ্র করে লাল হলুদ তাঁবুতে দেখা যেতে পারে বাড়তি উদ্যম।
ইতিমধ্যে জানা গিয়েছে, নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি কর্তারা। লোহিয়া জানিয়েছেন। ক্লাব ও বিনিয়গাকারী কর্তাদের মধ্যে ইতিমধ্যে হয়েছে একটি বৈঠক। নতুন সিজনে ভালো দল গঠন করার ব্যাপারে ইনভেস্টররাও ইতিবাচক মনোভাব বজায় রাখছেন বলে জানিয়েছেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুরারী লোহিয়া।