ইস্টবেঙ্গলে খেলা স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মেরা’কে (Juan Mera) দলে নিল রাউন্ডগ্লাস পাঞ্জাব। গিয়নে জন্ম এই ফুটবলারের।খেলা শুরু করেছিলেন স্পোর্টিং গিজনের ‘বি’ দলের হয়ে।২০১৫-১৬ মরশুমে স্পোর্টিং ‘বি’ তে ২১ গোল করার সুবাদে পরবর্তী মরশুমে স্পোর্টিং গিজনের সিনিয়র দলে সুযোগ পান।
এরপর স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে Celta Vigo B, Racing Ferrol, Teruel, এবং Leioa তে খেলেছিলেন।২ ০১৯ সালে ভারতে আসেন মেরা। যোগ দেন ইস্টবেঙ্গলে।
ওইবছর ডিসেম্বরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রথম আইলিগের ম্যাচে খেলেন।একটি গোল’ও করান।এবং ‘ম্যান অফ দ্য ম্যাচ ‘ পুরস্কার পান।মোট ১৬ টা ম্যাচ খেলেছিলেন তিনি ইস্টবেঙ্গলে, ২ টি গোল করেছিলেন।গতবছর নেরোকা’তে খেলেছিলেন।
ইতিমধ্যে ভারতে খেলার প্রচুর অভিজ্ঞতা সংগ্রহ করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।এবার রাউন্ডগ্লাস পঞ্জাব’কে তিনি কতোটা নির্ভরতা এনে দিতে পারেন এখন সেটাই দেখার বিষয়।