Birbhum: তল্লাশিতে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের সম্পত্তি দেখে চমকে যাচ্ছে সিবিআই

ফের বীরভূমে (Birbhum) বিপুল অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে সম্পত্তির হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যা দেখে নতুন করে চোখ কপালে উঠেছে সিবিআই…

ফের বীরভূমে (Birbhum) বিপুল অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে সম্পত্তির হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যা দেখে নতুন করে চোখ কপালে উঠেছে সিবিআই (CBI) আধিকারিকদের।

অন্যদিকে এই নিয়ে শীঘ্রই তদন্তে নামতে চলেছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এই বিপুল অঙ্কের সম্পত্তি কোথা থেকে এল? তল্লাশি শুরু করেছে তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নামে ৪৭ টি সম্পত্তির হদিশ মিলেছে। এরপর শুধুমাত্র অনুব্রত মণ্ডলের নামেই ২৪ টি সম্পত্তি রয়েছে। পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর প্রয়াত স্ত্রীর নামে ৩৮ টি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। অন্যদিকে, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩৮ টি সম্পত্তি মিলছে। যার মধ্যে কিনা বিদ্যুৎবরণ গায়েনের স্ত্রীর নামে ২ টি সম্পত্তি রয়েছে। এই টাকার মোট ১৬২ কোটি টাকা হতে পারে বলে খবর।

   

বুধবার বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টা ধরে কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। জানা যায়, বুধবার সকালে বোলপুরের শুঁড়ি পাড়ায় তিন অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয়েছে অভিযান৷ বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুদীপ রায় ও দোলনকুমারদের বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷