কুণাল ঘোষের (Kunal Ghosh) করা মামলায় শুভেন্দুকে (Suvendu Adhikary) সশরীরে হাজিরার নির্দেশ আদালতে। ২২ সেপ্টেম্বর মেট্রোপলিটন কোর্টে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষকে ত্যাজ্যপুত্র বলায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা।
শুভেন্দুর বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এরপরেই তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন তৃণমূল নেতা।
শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বুধবার জানান যে, তাদের মক্কেলের বাড়ি কাঁথিতে এবং কলকাতা থেকে তা অনেক দূর হওয়ার কারণে সশরীরে হাজিরা দেওয়ার মুশকিল ।
মামলায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক খারিজ করেছেন। বিচারক জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে এই মামলায় সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিনও নির্দিষ্ট করেছে আদালত।