East Bengal : লাল-হলুদ দলে চার নয়া মুখের আমদানি করতে চলেছ ক্লাব

সামনের মরশুমে দল গোছানোর কাজ আগেভাগে শুরু করে দিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে ইতিমধ্যে। জোর দেওয়া হতে পারে বঙ্গ তনয়দের…

সামনের মরশুমে দল গোছানোর কাজ আগেভাগে শুরু করে দিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে ইতিমধ্যে। জোর দেওয়া হতে পারে বঙ্গ তনয়দের দলে নেওয়ার ব্যাপারে। আরও উজ্জ্বল হয়েছে সেই সম্ভাবনা। 

সামনের মরশুমের জন্য ইস্টবেঙ্গল ক্যাফেটেরিয়ায় আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। কলকাতা ময়দানে কানাঘুষো এমনটাই। সূত্রের খবর, বাংলার সন্তোষ ট্রফি দলের একাধিক ফুটবলারকে দলে নিতে পরে ক্লাব। ইতিমধ্যে চারজনের সঙ্গে এক প্রস্থ কথা হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কাদের সঙ্গে কর্তারা যোগাযোগ করেছেন সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এখনই। 

সামনের মরশুমে ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে থাকবেন ফুটবল প্রেমীরা। ক্লাবের ইনভেস্টর বা স্পনসর কে হবে, ইন্ডিয়ান সুপার লিগে দল আদৌ খেলবে কি না ইত্যাদি প্রশ্ন রয়েছে ক্রীড়া মহলে। অনেকেই মনে করছেন শ্রী সিমেন্ট আর থাকছে না। তাদের বদলে ক্লাব কর্তারা কীভাবে দল চালাবেন সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। 

জানা গিয়েছিল, ভারতীয় প্রতিভাদের দলে নেওয়ার ওপর জোর দেবে লাল-হলুদ। ভালো মানের বিদেশি আনা হতে পারে এমনটাও মনে করছেন কেউ কেউ। কিন্তু নীতু সরকারা আইএসএল-এর জন্য দল গোছাবেন নাকি ঘরোয়া টুর্নামেন্টের জন্য, এ ব্যাপারেও সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ।