স্ত্রী কথা না শুনলে এক বিছানায় শয্যা নয়, পরামর্শ মন্ত্রীর

প্রয়োজন মনে করলে স্ত্রীকে পেটাতে পারেন। কিন্তু কখনওই মাথা গরম করে নয়। বরং শান্তভাবে, আস্তে করে। এমন আজগুবি পরামর্শ দিয়ে তীব্র বিতর্ক তৈরি করেছেন মালয়েশিয়ার…

প্রয়োজন মনে করলে স্ত্রীকে পেটাতে পারেন। কিন্তু কখনওই মাথা গরম করে নয়। বরং শান্তভাবে, আস্তে করে। এমন আজগুবি পরামর্শ দিয়ে তীব্র বিতর্ক তৈরি করেছেন মালয়েশিয়ার মহিলা মন্ত্রী সিতি জাইলা মহম্মদ ইউসুফ। যথারীতি মন্ত্রীর কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মহিলা হয়েও তিনি কীভাবে এ ধরনের পরামর্শ দিলেন।

স্বামীরা কীভাবে অবাধ্য স্ত্রীকে তিরস্কার করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন মন্ত্রী সিতি জাইলা। সেখানেই তিনি স্বামীদের পরামর্শ দিয়েছেন, তাঁরা যেন প্রথমে উচ্ছৃঙ্খল ও একগুঁয়ে স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন। কিন্তু তাতেও কাজ না হলে স্বামীকে স্ত্রীর সঙ্গে এক বিছানায় না শোওয়ার পরামর্শ দিয়েছেন। আর তাতেও যদি স্ত্রী না শোধরান সে ক্ষেত্রে স্বামী যে কতটা কঠোর সেটা বোঝানোর জন্য স্ত্রীকে আস্তে আস্তে মারধর করতে পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

মালয়েশীয় মন্ত্রীর পরামর্শের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। তবে ভিডিও ভাইরাল হতেই আমজনতা মন্ত্রীর সমালোচনায় মুখর হয়। অনেকেই মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠন মন্ত্রীর কড়া সমালোচনা করেছে। তাদের পাল্টা বক্তব্য হল, মন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এবং একজন মহিলা হয়েও সিতি কীভাবে এ ধরনের পরামর্শ দিলেন। তিনি সমগ্র নারী জাতির কলঙ্ক। তাই তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নেটিজেনরা অনেকেই বলেছেন, মন্ত্রী কার্যত নিজের অজান্তেই গার্হস্থ্য হিংসাকে মান্যতা দিয়েছেন। এটা একেবারে আইন বিরুদ্ধ। একজন মন্ত্রীর মুখে এ ধরনের কথা শোভা পায় না।