ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরিকল্পনায় কিছু পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত ফেরান্দোর

কঠিন প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে খেলতে নামবে। এই ম্যাচেও পুরো দল পাবেন কি না, নিশ্চিত নন জুয়ান ফেরান্দো। তা সত্ত্বেও আত্মবিশ্বাসী ATK…

কঠিন প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে খেলতে নামবে। এই ম্যাচেও পুরো দল পাবেন কি না, নিশ্চিত নন জুয়ান ফেরান্দো। তা সত্ত্বেও আত্মবিশ্বাসী ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। 

কেরালা ম্যাচের আগে একদিন বাড়তি সময় পাওয়ার সুবাদে দলের পরিকল্পনায় রদবদল করছেন শুক্রবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন জুয়ান ফেরান্দো।  

কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে দলের ছক বদলের ইঙ্গিত প্রসঙ্গে জুয়ান ফেরান্দোর দাবি,”সব ম্যাচে তো এক রকম খেলা যায় না। প্রতি ম্যাচ আলাদা এবং প্রতি ম্যাচে পরিকল্পনাও অন্য রকম থাকে।” কেরালার বিরুদ্ধে ছক বদলের ইঙ্গিত প্রসঙ্গে ফেরান্দো আরও বলেন,”এফসি গোয়ার বিরুদ্ধে যা খেলেছি আমরা, তাতে কিছু পরিবর্তন আনা দরকার। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য মাত্র এক দিন সময় পেয়েছিলাম। কেরালার বিরুদ্ধে আমরা আরও একদিন পেয়েছি। যার ফলে কিছু ব্যাপারে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি। আশা করি কাল দল আরও ভাল খেলবে।”

চলতি ISL টুর্নামেন্টে কেরালা ব্লাস্টার্স এফসি দলের পারফরম্যান্স নিয়ে জুয়ান ফেরান্দো বলেন,”গত তিন-চারটে ম্যাচে ওরা তেমন ভাল খেলতে পারেনি। তবে আমরা ওদের যথেষ্ট সমীহ করি।” জুয়ান ফেরান্দোর ছক বদলানোর ইঙ্গিত থেকে পরিস্কার তিন পয়েন্ট পেতে গেলে ‘মগজমারি’ করতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে সঙ্গে PJN স্টেডিয়াম ফতোর্দাতে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাও স্পষ্ট ATK মোহনবাগানের হেডকোচ জুয়ান ফেরান্দোর প্রি ম্যাচ প্রেস মিট থেকে।