বাংলাদেশকে এগিয়ে রেখে পাকিস্তানকে তোপ সৌরভের

বেশ কিছুদিন আগে চলতি আরজি কর কাণ্ডে মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে সেই বিতর্ক কাটতে না কাটতেই পাকিস্তান ক্রিকেটকে একহাত নিলেন প্রাক্তন বিসিসিআই…

Sourav Ganguly Predicts Bangladesh Will Struggle Against India, Expresses Disappointment Over Pakistan's Performance

বেশ কিছুদিন আগে চলতি আরজি কর কাণ্ডে মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে সেই বিতর্ক কাটতে না কাটতেই পাকিস্তান ক্রিকেটকে একহাত নিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আগামী ১৯ শে সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে নাজিমুল হোসেন শান্তের দল। আর এই টেস্ট জিতেই ভারতের বিরুদ্ধে হুঙ্কার জারি করেছেন শান্ত। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই সিরিজ জয়কে খুব একটা গুরুত্ব দেননি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়টাকে একটু অন্য চোখেই দেখার চেষ্টা করেছেন বাংলার মহারাজ। তাঁর কথা—পাকিস্তানের ক্রিকেটে এখন প্রতিভার খরা চলছে!

ক্রিকেট ছেড়ে এবার ফুটবল! কেন এমন সিদ্ধান্ত স্যামসনের?

   

এই মুহূর্তে পাকিস্তানকে হারিয়ে টেস্ট রাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। আর ভারত এই মুহূর্তে রয়েছে দুই নম্বরে। তাই ভারতীয় দলের বিরুদ্ধে জেতাটা যে খুব সহজ হবে না, বাংলাদেশকে সেকথা মনে করিয়ে দিয়েছেন সৌরভ। এক অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন,‘পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা এত সহজ নয়। বাংলাদেশের খেলোয়াড়দের তাই অভিনন্দন। কিন্তু ভারত ভিন্ন এক দল। ভারত নিজেদের বা প্রতিপক্ষের মাঠে খেলুক, শক্তিশালী ব্যাটিং-বোলিং লাইনআপ নিয়ে বর্তমান এই দল অসাধারন।’ এছাড়াও বাংলাদেশের জয় প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, “বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। তবে ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারন,পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে তারা”

অভিজ্ঞতাকে প্রাধান্য? বাংলাদেশ সিরিজে সুযোগ পেতে পারেন কর্ণাটকের ব্যাটার

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বর্তমান পাক দলকে নিয়ে হতাশ বাংলার মহারাজ। এদিন পাকিস্তানকে একপ্রকার তুলোধোনা করেই সৌরভ (Sourav Ganguly) বলেন, “আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। ওই দেশটি নিয়ে যখনই ভাবি, আমাদের মনে আসে মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানের কথা। আমাদের কাছে পাকিস্তান দলের স্মৃতি এটাই, সেখান থেকে বর্তমান ক্রিকেটারদের মান নিচে পড়ে গেছে। “