আসন্ন ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষনা করা হয়ে গেছে। লাল বলের ক্রিকেটে রোহিত শর্মা এন্ড কোম্পানির হয়ে সুযোগ পেয়েছেন দলীপের প্রথম ম্যাচে ফর্মে থাকা দুই ব্যাটার সরফরাজ খান এবং লোকেশ রাহুল (KL Rahul)। গতবছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা গত সিরিজে সরফরাজ খানের অকুতোভয় মনোভাব এবং ব্যাটিং পারফরম্যান্স নজর কেড়েছিল সকলেরই। সকলেই সমাজমাধ্যমে প্রশংসা জানিয়েছিলেন মুম্বাইয়ের ব্যাটারকে।
তবে সরফরাজের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করলেও আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে লোকেশ রাহুলই যে এগিয়ে থাকবেন, এমনটাই আশা করেছে সমগ্র ক্রিকেটমহল। সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাই টেস্টে খেলতে দেখা যেতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজের উপর নির্ভর করছে বেশ কিছু ক্রিকেটারের ক্রিকেট ভবিষ্যত। বাংলাদেশ সিরিজের পরই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ বর্ডার- গাভাসকার ট্রফি। পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ জিতে এসেছে ভারত। এবারেও জয়ের হ্যাটট্রিক করতে চায় গৌতম গম্ভীরের দল। তাই কোচ হিসাবে নিজের প্রথম বর্ডার- গাভাসকার ট্রফি অবশ্যই জিততে চাইবেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
FA Shield Australia: প্রবাসী বাঙালিদের আইএফএ শিল্ড অস্ট্রেলিয়ায়
এদিকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাংলাদেশ সিরিজে দলকে পরীক্ষা করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এখানেই দলের পাঁচ নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। টেস্ট দলে তিন নম্বরে ব্যাটিং করে থাকেন ভারতের কিংবদন্তী তারকা ব্যাটার বিরাট কোহলি, চারে ব্যাটিং করেন ঋষভ পন্থ আর পাঁচ নম্বরে ব্যাটিং করেন লোকেশ রাহুল (KL Rahul)। তবে গতবছর ইংল্যান্ড সিরিজে রাহুলের অনুপস্থিতিতে ব্যাটিং করতে নেমে সফল হয়েছিলেন সরফরাজ। তবুও রাহুলের অভিজ্ঞতাকে কোনও ভাবে উপেক্ষা করা যায় না সেকথা প্রায় নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Sanju Samson: ক্রিকেটের পর ফুটবল খেলে ভাইরাল হলেন সঞ্জু স্যামসন
প্রসঙ্গত উল্লেখ্য যে গতবছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত শেষ তিনটে টেস্টে রাহুল একটা সেঞ্চুরি করেছেন। এছাড়াও গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে চলা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৬ রান করেন। তাছাড়াও অভিজ্ঞতার নিরিখে তিনি সরফরাজের থেকে এগিয়ে আছেন। চলতি দলীপ ট্রফির শেষ দিনে হাফসেঞ্চুরি করেছেন তিনি। তাই বাংলাদেশ সিরিজে অগ্রাধিকার পেলেন তিনি।