East Bengal: দলে আরেক উদীয়মান ভারতীয় তারকাকে নিল ইস্টবেঙ্গল

199
Dip Saha
Advertisements

জানুয়ারির উইন্টার ট্রান্সফার শুরু হওয়ার কিছু দিনের মধ্যে আচমকা সমস্যায় জড়ায় ইস্টবেঙ্গল (East Bengal)। প্রাক্তন ফুটবলার ওমিদ সিংয়ের বকেয়া বেতন মেটানোর সময় সীমা মিটে গেলেও তা বাকি থাকায় ইস্টবেঙ্গলের উপর ট্রান্সফার ব‍্যান জারি থাকে। প্রায় ২৬ জানুয়ারি অবধি এই ব‍্যান জারি থাকায় ইস্টবেঙ্গল ঠিকঠাক ফুটবলারকে দলে নিতে পারেনি।

২৬ জানুয়ারি অবধি কেটে যাওয়ার পর আর ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর হাতে গোনা দিন বাকি ছিলো। কিন্তু তেমন কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে। অবশ্য এর আগেই জেক জার্ভিসকে ইংল্যান্ডের দলে নেওয়ার খবর জেনেছিলাম আমরা। তিনি অবশ্য ২- ৩ জানুয়ারির মধ্যে চলে এসেছিলেন।

Advertisements

তাকে ছাড়া আর কাউকে দলে নিতে পারেনি লাল হলুদ। একের পর এক ফুটবলারকে টার্গেট করলেও, সেই সব ফুটবলার কে অন‍্য দল তুলে নিয়ে গেছিলো। একদিকে যখন পরবর্তী মরশুমে দল গোচাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল কোনও কার্যকর ভূমিকা গ্রহণ না করায় সকল লাল-হলুদ সমর্থকরা হতাশ হয়েছেন।এমন সময় অনিকেত যাদবকে ছেড়ে দেওয়ায় খুব ক্ষুদ্ধ হয়েছিলো তারা, কারণ সুমিত পাসিকে দলে রেখে দিলো লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।

Advertisements

তবে ইস্টবেঙ্গল যে দলে কোনও রকম ফুটবলার নেয়নি দলে এমনটা নয়। টিম ম্যানেজমেন্ট রিজার্ভ দলের থেকে মূল দলে ফুটবলার নিয়ে এসেছে। আগেই কথা হয়েছিল ইস্টবেঙ্গলের মূল দলে বেশ কিছু রিজার্ভ দলের ফুটবলারদের সুযোগ দেওয়া হবে তাদের পারফরম্যান্স দেখে। সেই কথা মতো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ক‍্যাপ্টেন দীপ সাহাকে মূল দলে প্রমোট করা হল। ইতিমধ্যে প্রথম দলের সাথে প্রাক্টিস করতে দেখা গেছে দীপকে, তাকে আইএসএলের দলে রেজিস্টার করা হবে খুব শীঘ্রই‌।

Advertisements