Sourav meeting with Mamata: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সৌরভ, কী এমন ঘটল

নবান্নে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এটি সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন মহারাজ। বিধানসভা নির্বাচনের আগে…

Sourav Ganguly in a meeting with the Chief Minister

নবান্নে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এটি সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন মহারাজ।

বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। কিত্নু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। এবার কী তবে তিনি রাজনীতিতে ঢুকছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে এই জল্পনা প্রবল।

   

এদিকে খবর আসছে, আগামী ২৭ এবং ২৯ তারিখ প্রথম প্লে অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। প্রতিটি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক উপস্থিতি থাকবে। আগামী ২২ মে লিগ পর্যায়ের ম্যাচগুলি আয়োজন করা হবে। জানা যাচ্ছে, আইপিএল টুর্নামেন্টে দর্শক অনুমতি চাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। কিন্তু, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন প্রত্যক্ষ রাজনীতিতে আসতে তিনি ইচ্ছুক নন। এমনকী, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাও তুঙ্গে উঠেছিল।