ATK Mohun Bagan : তাহলে কি বাগানে থেকে যাবেন কৃষ্ণা

আলভারো ভাস্কুয়েজ হয়তো হাতছাড়া। আগামী মরশুমে তাঁকে গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলের জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। শোনা গিয়েছিল যে এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) এই…

আলভারো ভাস্কুয়েজ হয়তো হাতছাড়া। আগামী মরশুমে তাঁকে গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলের জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। শোনা গিয়েছিল যে এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) এই ফরোয়ার্ডকে দলে নিতে চাইছে, দলের প্রথম স্ট্রাইকার হিসেবে।

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকে কানাঘুষো, রয় কৃষ্ণাকে ছেঁটে ফেলতে পারে এটিকে মোহন বাগান। এর কিছু পরেই জানা গিয়েছিল বাগান ভাস্কুয়েজকে দলে নিতে আগ্রহী। স্বভবতই মুষড়ে পড়েছিলেন ফিজিয়ান তারকার ভক্তরা। বাগান সমর্থকদের একাংশও চাইছেন না রয় কৃষ্ণাকে ছেড়ে দেওয়া হোক।

   

আরও পড়ুন: East Bengal : কলেজ ফুটবলে ৪৩ ম্যাচে ৫৩ গোল করা স্ট্রাইকারকে চাইছে লাল-হলুদ

আলভারোকে চূড়ান্ত করতে পারলে হয়তো আরও জোর পেতো রয় কৃষ্ণার রিলিজ সম্ভাবনা। কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার ইন্ডিয়ান সুপার লিগের গোয়ার টিমে প্রায় পাকা। এক্ষেত্রে নিজেদের ভাবনায় কিছু বদল আনতে পারেন বাগান টিম ম্যানেজমেন্ট।

বিগত কয়েক মরশুমে রয়ই ছিলেন সবুজ মেরুন ব্রিগেডের মূল গোল স্কোরার। এ বছর কিছুটা অফ ফর্মে ছিলেন । চোট, কার্ড সমস্যাতেও তিনি ভুগেছেন। তবে সুযোগ পেলে তিনি যে এখনও গোল করতে প্রস্তুত তার নির্দশন টুর্নামেন্টে পাওয়া গিয়েছে। ফলত কৃষ্ণাকে ফুটবল প্রেমীদের এখনও বাতিলের তালিকায় রাখতে নারাজ। আগামী দিনে বাগান ম্যানেজমেন্ট ভালো মানের কোনো স্ট্রাইকারের জন্য ঝাঁপায় কি না এখন সেটাই দেখার।