TMC: ছায়ার মতো ওরা আছে! দেহরক্ষীদের ঘেরাটোপে প্রাণভয়ে কাঁপছেন তৃণমূলী বিধায়ক

মাওবাদী হুমকির জেরে জঙ্গলমহলের জেলাগুলিতে প্রবল আতঙ্ক শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও বিরোধী বিজেপি বিধায়ক, সাংসদদের। দেহরক্ষীর বলয় আরও বাড়িয়ে দিতে আর্জির পর আর্জি আসছে…

Shyamal Mondal

মাওবাদী হুমকির জেরে জঙ্গলমহলের জেলাগুলিতে প্রবল আতঙ্ক শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও বিরোধী বিজেপি বিধায়ক, সাংসদদের। দেহরক্ষীর বলয় আরও বাড়িয়ে দিতে আর্জির পর আর্জি আসছে প্রশাসনিক কর্তাদের কাছে। আর মাও হুমকি নেই এমন জেলাতেও তৃ়ণমূলী বিধায়ক ভয়ে কাঁপছেন।

তিনজন দেহরক্ষী নিয়েও ভীত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি জেলা পুলিশ সুপারের কাছে আরও দেহরক্ষী চেয়ে আর্জি করলেন। দ্রুত দেহরক্ষী বাড়িয়ে দিতে পুলিশ সুপারের কাছে অনুরোধ করেছেন শাসকদলের জবরদস্ত বিধায়ক মশাই।

বাসন্তীর তৃণমূল কংগ্রেস বিধায়কের দাবি, বাসন্তী, ক্যানিং সহ আশেপাশের একাধিক এলাকার বেশ কিছু জায়গায় তোলাবাজ, মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এখন প্রাণনাশের হমকি দেওয়া হচ্ছে।

বিধায়ক পাচ্ছেন হুমকি। এতেই বাসন্তী সরগরম।বিধায়ক শ্যামল মণ্ডল জানান, অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় পেশি শক্তি দেখানো হচ্ছে। তাই তিন জন থেকে চার জন নিরাপত্তারক্ষী চাই।

শাসক দল টিএমসির বিধায়কের ভয়ের কারণ, বাসন্তীর একটি বিস্ফোরণের ঘটনা। এতে একজনের মৃত্যু হয়। বিধায়কের দাবি, এই ঘটনার ৭২ ঘন্টার মধ্যে এলাকার বেআইনি অস্ত্র জমা দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু তা হয়নি। অভিযোগ, বরং হুমকি এসেছে বারবার। তাই জীবন সংশয়ে ভুগছেন তৃণমূল বিধায়ক।