আইলিগে বৃ্হস্পতিবার ডেকান অ্যারেনায় খেলতে নামবে মহামেডান (Mohammedan) এসসি। লিগে শ্রীনিদি ডেকান টানা তিন ম্যাচে জয় পেয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। এমন আবহে মহামেডান ডিফেন্ডার ওসমানে নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে,”আপনার প্রতিভা স্বাভাবিকভাবেই আছে, কিন্তু দক্ষতা কেবলমাত্র মাঠে ঘন্টার পর ঘন্টা কাজ করে গড়ে ওঠে”।
চলতি লিগে মহামেডান স্পোটিং ক্লাব আইলিগের প্রথম দু’ম্যাচ হেরে গিয়েছে এবং ঘরের মাঠে মণিপুরী দল NEROCA FC এবং TRAU FC-এর বিরুদ্ধে টানা দু’ম্যাচে জয় দিয়ে মরসুম শুরু করেছে। জয়ের ধারাবাহিকতার অভাবে ধুঁকছে ব্ল্যাক প্যাহ্নর্সরা।
হেড টু হেড দু’দলের পরিসংখ্যান দেখলে গত আইলিগ সেশনে মিটিংগুলি বেশ উত্তেজনাপূর্ণ খেলা হিসাবে মাঠে ছড়িয়েছিল, মহামেডান লিগ পর্বে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে এবং চ্যাম্পিয়নশিপ পর্বে ২-২ ড্র ছিনিয়ে নিতে দেরীতে বাউন্সব্যাক করেছে।