CFL-এ নজর কাড়লেন এক বাঙালি ফরোয়ার্ড

   শনিবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর কাড়লেন এক তরুণ বাঙালি ফরোয়ার্ড। নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন। কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা পুলিশ ক্লাব…

CFL SK SAHIL RAHMAN
  

শনিবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর কাড়লেন এক তরুণ বাঙালি ফরোয়ার্ড। নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন। কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা পুলিশ ক্লাব খেলতে নেমেছিল ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে হয়েছিল এই ম্যাচ। নজর কাড়লেন বাংলার তরুণ ফুটবলার শেখ সাহিল রহমান (SK. Sahil Rahman)। রাইট উইং দিয়ে একাধিক আক্রমণ গড়ে তুললেন তিনি। ম্যাচের প্রথম গোল সাহিল রহমানের পা থেকে।

   

Mohun Bagan SG: মোহনবাগানের মাঝমাঠ জল্পনায় স্পষ্ট হল দু’টো বিষয়

বৃষ্টি ভেজা মাঠে খেলার গতি ছিল কিছুটা মন্থর। দুই দলই নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরি করার চেষ্টা করেছিল। ইস্টার্ন রেলওয়ে দল একাধিকবার পৌঁছে গিয়েছিল প্রতিপক্ষের বক্সের কাছাকাছি। উইংকে কাজে লাগিয়েও গোল মুখ খোলার চেষ্টা করেছিল তারা। কিন্তু তাতে সফল হয়নি।

তেইশ মিনিটের মাথায় গোল করে যান ক্যালকাটা পুলিশ ক্লাবের শেখ সাহিল রহমান। কর্নার পেয়েছিল পুলিশ। নিজেদের মধ্যে ছোট পাস খেলে শুরু হয় আক্রমণ। বক্সের মধ্যে বল পেয়ে যান উনিশ নম্বর জার্সিধারী প্লেয়ার। তিনি রেলের কয়েকজন ফুটবলারকে এড়িয়ে বল রাখেন নিজের কাছে। সেখান থেকে চকিত শটে গোল করেন সাহিল। ১-০ গোলে এগিয়ে যায় পুলিশ।

Hira Mondal: ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল

বিরতির পর হল পুলিশের দ্বিতীয় গোল। সাহিল করলেন অ্যাসিস্ট। ডান প্রান্ত বরাবর একেক দক্ষতায় উঠে গিয়েছিলেন বল নিয়ে। তারপর পাস বাড়িয়ে দেন ইস্টার্ন রেলওয়ের বক্সের মধ্যে থাকা সতীর্থ কৌশিক গোয়ালার উদ্দেশ্যে। কৌশল গোল করতে ভুল করেননি। ৬১ মিনিটে ক্যালকাটা পুলিশের পক্ষে স্কোরলাইন করেন ২-০। সাহিল আগে খেলেছেন পাঠচক্র, মেসারার্স ক্লাবের হয়ে। যুক্ত ছিলেন এটিকে, এটিকে মোহনবাগানের সঙ্গে।