মরিয়া শুভেন্দু! খাড়া করছেন হারের নিত্যনতুন অজুহাত

টার্গেট ছিল ৩৫। কিন্তু জুটেছে (Suvendu Adhikari) ১২। বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। আর ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই হারের নিত্যনতুন…

Suvendu-Adhikari

টার্গেট ছিল ৩৫। কিন্তু জুটেছে (Suvendu Adhikari) ১২। বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। আর ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই হারের নিত্যনতুন অজুহাত খাড়া করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি দাবি করলেন, কায়দাকানুন করে ভোটে জিতেছে তৃণমূল।

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল এলাকায় এদিন যান শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হারের নয়া অজুহাত খাড়া করেন নন্দীগ্রামের বিধায়ক।

   

শুভেন্দু বলেন, এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনেক রকম কায়দাকানুন করে তারা সামান্য ভোটে জিতে গিয়েছেন। এই জয়টা প্রকৃত জনগণের যে মত, তার প্রতিফলন নয়। এটা অন্যভাবে এই জয়টা আনা হয়েছে। আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে। আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়।

Suvendu Adhikari: বেতনের টাকা ডিএ আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, আমাদের যদি কোনও ভুল-ত্রুটি থাকে যেমন ডামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি। উচিত হয়নি। আমরা পার্টি অফিসের ভিতরেও বলি, বাইরেও বলি। যারা ঠিক করেছিলেন, তাঁরাও বলেছেন আমাদের ভুল হয়ে গিয়েছে। কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি।

ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোব। গণনাকেন্দ্রে এটাও হয়েছে, কাস্টমসের এক অফিসার একটা এআরও টেবিলে ছিলেন, তিনি আমাকে ১০টা বুথের নাম দিয়েছেন, যেখানে বিজেপি ৪৪১ পেয়েছে, ৪১ লেখা হয়েছে। বিজেপি ৪৭৩ পেয়েছে, শুধু ৭৩ লেখা হয়েছে। তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে।

নাস্তানাবুদ হবেন রাজ্যপাল? দিল্লির হোটেলে আনন্দ-ভিডিও ফাঁসের হুঁশিয়ারি কুনালের

রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। আরামবাগ কেন্দ্রেও সেই পথেই হাঁটতে চলেছে বিজেপি। শুভেন্দু বলেন, আমি পরামর্শ দিয়েছি, অরূপকান্তি দিগরকে, জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন, গণনা থেকে ৪৫ দিনের মধ্যে করতে হয়, এখনও সময় রয়েছে।

আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৬৩০৮ ভোটে বিজেপি প্রার্থী ৬৩০৮ অরূপকান্তি দিগরকে হারিয়েছেন তৃণমূলের মিতালি বাগ। তিনি পেয়েছেন ৭১০৪৩২ ভোট। বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছে ৭০৪১২৪ ভোট। তৃতীয় স্থানে শেষ করেছেন বাম প্রার্থী বিপ্লবকুমার মৈত্র। তিনি পেয়েছেন ৯২০৭৩ ভোট।