Hira Mondal: ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল

আপাতত জল্পনার সাময়িক অবসান। ইস্টবেঙ্গলের (East Bengal) অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল (Hira Mondal)। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ইস্টবেঙ্গল ছাড়ার পর বেঙ্গালুরু এফসি,…

Hira Mondal

আপাতত জল্পনার সাময়িক অবসান। ইস্টবেঙ্গলের (East Bengal) অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল (Hira Mondal)। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ইস্টবেঙ্গল ছাড়ার পর বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন। প্রত্যাশা মতো খেলার সুযোগ পাননি। বেঙ্গালুরু এফসির পর যোগ দিয়েছিলেন উত্তর পূর্ব অঞ্চলে আইএসএল ক্লাবটিতে। সেখানেও মরসুমের বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে।

   

Roy Krishna: ফুটবলে সবই সম্ভব! এই ছোট্ট দেশের কাছে হারলেন কৃষ্ণারা

নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে থাকার পর প্রশ্ন উঠেছিল আগামী মরসুমে হীরা মন্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন? একাধিক সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। ইস্টবেঙ্গলে যুক্ত হওয়ার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। লাল হলুদ স্কোয়াডে যুক্ত হলেন হীরা মন্ডল।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে যুক্ত হলেন হীরা মন্ডল। জানা গিয়েছে, স্বল্প মেয়াদের চুক্তিতে যোগ দিয়েছেন লাল হলুদ ব্রিগেড। আপাতত কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগের এই স্কোয়াডের অংশ হীরা। সুযোগ পেলে এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে। তারপরেই হয়তো পেয়ে যেতে পারেন বড় কোনও সুযোগ।

Daniel Chima Chukwu: ইস্টবেঙ্গল বাতিল চিমার নামে রয়েছে এই ‘বিরল’ ঘটনা 

ইন্ডিয়ান সুপার লিগে হীরা মন্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়। ইস্টবেঙ্গলের হয়েও খেলার সম্ভবনা রয়েছে। তবে তার আগে চলতি কলকাতা ফুটবল লিগে নিজেকে নতুন করে আবারও প্রমাণ করতে হবে তাঁকে।