যাদবপুরের ‘র‍্যাগিং’য়ে মৃত ছাত্রের মায়ের ভূমিকায় স্বস্তিকা, হইচই ফেলতে আসছেন ‘বিজয়া’

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘বিজয়া’ (Bijoya) সিরিজের টিজার (Teaser)। এই সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chattopadhyay), দেবদত্ত রাহা (Debdutta Raha),  বিদীপ্তা…

Bijoya যাদবপুরের 'র‍্যাগিং'য়ে মৃত ছাত্রের মায়ের ভূমিকায় স্বস্তিকা, হইচই ফেলতে আসছেন 'বিজয়া'

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘বিজয়া’ (Bijoya) সিরিজের টিজার (Teaser)। এই সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chattopadhyay), দেবদত্ত রাহা (Debdutta Raha),  বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), সুদীপ মুখার্জী (Sudip Mukherjee), রৌনক দে ভৌমিক (Rounak De Bhowmick), জিৎ সুন্দর (Jeet Sundar), বিপ্লব ব্যানার্জি (Biplab Banerjee) প্রমুখ। সিরিজটি (Bijoya) পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই সিরিজের সঙ্গে সামঞ্জস্য রয়েছে বছরকয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ঘটে যাওয়া ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর (Swapnadip Kundu) রহস্যজনক মৃত্যুর ঘটনা।

সিরিজের মূল গল্প নদিয়াবাসী (Nadia) এক পড়ুয়া নীলাঞ্জন বসুকে (Nilanjan Basu) কেন্দ্র করে। এই ভূমিকায় অভিনয় করছেন দেবদত্ত রাহা (Debdutta Raha) । কলকাতার নামী এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসে র‌্যাগিংয়ের শিকার হয় সে। এরপর হঠাৎই তার মা, বিজয়ার কাছে ফোন আসে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ থেকে পরে গিয়ে মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুও (Swapnadip Kundu)  ছিলেন নদিয়ার বাসিন্দা। এই বছর ১২ অগস্ট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাদ থেকে পরে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের।

   

তার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে তীব্র র‌্যাগিংয়ের শিকার হয়েছিল স্বপ্নদীপ। স্বপ্নদীপের মামা জানিয়েছিলেন যে তার আগের দিন রাতে স্বপ্নদীপ তার মাকে ফোন করে জানিয়েছিল যে সে খুব ভীত। তাকে বাড়ি নিয়ে যাওয়ারও অনুরোধ করেছিল ১৮ বছর বয়সী পড়ুয়া। এক ঘণ্টা পর, তাকে তার মা ফোন করলে, ফোন ধরেননি স্বপ্নদীপ। এরপরেই হোস্টেলের একজন কর্মকর্তা তাদের ফোন করে জানান যে হোস্টেলের ছাদ থেকে পড়ে গেছেন স্বপ্নদীপ।

প্রশ্ন ফাঁসের ষড়যন্ত্র হয়েছিল দমদম এয়ারপোর্টের পাশেই? মধ্যমগ্রামের তিনজনকে গ্রেপ্তার বিহার পুলিশের!

প্রথমে ভেঙে পড়লেও ছেলের মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসাবে মানতে নারাজ হন বিজয়া। শুরু করেন লড়াই। এরপরেই শুরু হয় কেসটিকে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র। তদন্ত বন্ধ করতে নেমে পড়েন ক্ষমতাবান ব্যক্তির। ট্রেলারের শেষে বিজয়াকে বলতে শোনা যায়, “আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আর আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, আপনার ক্ষমতা একজন মায়ের ক্ষমতার সামনে সব সময়ই কম পড়বে।” বাস্তব ছেলের মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের বিচারের জন্য লড়ছেন স্বপ্নদীপের বাবা। পর্দায় নীলাঞ্জনের জন্য লড়তে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তার মা, ‘বিজয়া’।

একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) জানিয়েছিলেন, চারিদিকে ঘটে যাওয়া অপরাধের ঘটনা তুলে ধরা এবং সচেতনতা বাড়াতেই তৈরি হয়েছে এই সিরিজ। তিনি আশাবাদী যে এই সিরিজ যতবার মানুষ দেখবেন স্বপ্নদীপের মতো ছাত্রমৃত্যুর ঘটনা ততবার সামনে ভেসে উঠবে। স্বস্তিকাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তবে এই বিষয় সমাজমাধ্যমে লেখালিখি না করে, শিল্পকলার মাধ্যমেই সোচ্চার হতে চান তিনি। ৫ জুলাই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘বিজয়া’।

ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!