মঙ্গলবার আজারবাইজান বাকুতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে (Shooting World Cup) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে সোনা জিতলো ভারত।ফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে এলাভেনিল ভালারিভান, রামিতা এবং শ্রেয়া আগারওয়াল’কে নিয়ে তৈরী ভারতীয় দল দারুণ পারফরম্যান্স দেয় ডেনমার্কের বিরুদ্ধে। ১৭-৫ ব্যবধানে ড্যানিশ দলকে হারিয়ে সোনা জিতে নেয় তারা।
দুটো কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে ভারত।দলের এমন দারুণ পারফরম্যান্সে তৃপ্ত কোচ জয়দীপ কর্মকার,পরবর্তী সময়ে তার সাথে যোগাযোগ করা হলে,তিনি বলেন, “ওদের পারফরম্যান্সে খুশি আমি।রামিতার পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছিল না এটা ওর প্রথম বিশ্বকাপ।ব্যক্তিগত বিভাগে এলাভেনিল ফাইনালে উঠলে খুবই ভালো লাগতো।” প্রসঙ্গত অল্পের জন্যে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করে এলাভেনিল।তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নেয় হল্যান্ড।
এক’ই দিনে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ম্যাচ ছিলো,সেই ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১০-১৬ ফলাফলে হেরে গেছে ভারতীয়রা।ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছিলো ভারতের রুদ্রাংশু পাটিল,তিনি শেষ করেন সপ্তম স্থানে।