IPL 2024: গোটা মরসুম থেকে ছিটকে গেলেন শিবম মাভি

Shivam Mavi ruled out of entire IPl 2024

লখনউ সুপার জায়ান্টসের (LSG) পেসার শিবম মাভি (Shivam Mavi) চোটের কারণে আইপিএল ২০২৪ (IPL 2024)-এর বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছেন। বুধবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চোট পাওয়ার এই খবর জানানো হয়েছে। তবে মাভির পরিবর্ত দলে কে যোগ দেবেন সেটা এখনও তা এখনও দলের পক্ষ থেকে প্রকাশ করেনি লখনউয়ের এই ফ্র্যাঞ্চাইজি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শিবম মাভি মরসুমের জন্য দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ফ্র্যাঞ্চাইজি শিবমকে সাপোর্ট করা অব্যাহত রাখবে এবং রিকভারি প্রক্রিয়ায় তাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এক বিবৃতিতে এলএসজি বলেছে, ‘আমরা শিবমের দ্রুত ও পূর্ণ প্রত্যাবর্তন কামনা করছি। আমরা আত্মবিশ্বাসী যে সে আরও ফিট হয়ে ফিরে আসতে পারবে।’

   

Chennaiyin FC: ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে চুক্তি করল ISL ক্লাব

২০২৩ সালে গুজরাট টাইটান্সে যোগ দেওয়া এই ডানহাতি পেসার ডিসেম্বরে নিলামের পর ৬.৪ কোটি টাকায় এলএসজিতে যোগ দিয়েছিলেন। প্রাক মরসুম থেকে দলের সঙ্গে থাকলেও মাভি এই মরসুমে এখনও একটিও ম্যাচ খেলেননি। ‘আমি ভীষণভাবে মিস করব’, ভিডিও বার্তায় বলেছেন শিবম মাভি।

East Bengal: কোন অংকে প্লে অফে যেতে পারে ইস্টবেঙ্গল? জেনে নিন

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে মাভি বলেছেন, ‘একজন ক্রিকেটারকে মানসিকভাবে শক্ত থাকতে হয়।’ তবে তাঁর বিশ্বাস, টুর্নামেন্টে ভালো কিছু করে দেখার মতো রসদ রয়েছে লখনউ সুপার জায়ান্ট শিবিরে। দুই ম্যাচে জয় নিয়ে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকার চতুর্থ স্থানে থাকা রয়েছে লখনউ সুপার জায়ান্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন