Shivam Dube : টি২০ বিশ্বকাপের আগে চোটের কবলে ভারতীয় অলরাউন্ডার, দ্রুত হতে পারে বৈঠক

স্ট্রেইন ইনজুরির কারণে রঞ্জি ট্রফির (Ranji Trophy ) বাকি ম্যাচগুলি থেকে ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়া ও মুম্বইয়ের তারকা অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। অসমের…

shivam dube

স্ট্রেইন ইনজুরির কারণে রঞ্জি ট্রফির (Ranji Trophy ) বাকি ম্যাচগুলি থেকে ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়া ও মুম্বইয়ের তারকা অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। অসমের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে প্রত্যাবর্তন এবং দলের জয়ে অপরাজিত সেঞ্চুরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কিন্তু তার আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের গ্রুপ পর্বের ম্যাচে বিশ্রাম দেওয়া হয় দুবেকে। 

আসন্ন আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস (CSK) এবং টিম ইন্ডিয়া (Team India) উভয়েরই গুরুত্বপূর্ণ সদস্য দুবে। আগামীতে আইপিএলের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপও (T20I World Cup) খেলতে পারেন। বেশ কিছুদিন ধরেই সব ফরম্যাটে দারুণ ফর্মে আছেন তিনি। চলতি রঞ্জি ট্রফি মরশুমে পাঁচ ম্যাচে ৬৭.৮৩ গড়ে ৪০৭ রান করার পাশাপাশি ১২ উইকেট নেওয়ার নিয়েছেন। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুবের সাইড স্ট্রেইন ইনজুরি রয়েছে এবং রঞ্জি ট্রফির বাকি মরশুমের জন্য তাঁকে ছিটকে দেওয়া হতে পারে। অসমের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পান (অপরাজিত ১২১ রান করেন) এবং এরপর অসমের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামেননি।

মুশির খান শিবম দুবের পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন। দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্যতম শীর্ষ রান সংগ্রহকারী মুশির খান এখন পর্যন্ত তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২২ সালে অভিষেক হয়েছিল। ওই তিন ম্যাচে ১৯.২০ গড়ে ৯৬ রান করেছেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে বরোদার বিরুদ্ধে শুরু হতে চলা মুম্বইয়ের আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য নির্বাচক কমিটি বৈঠক করে দল নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে।