India vs England : চতুর্থ টেস্টেই পূজারার রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী জয়সওয়াল

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৩…

Yashasvi Jaiswal

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যকার চতুর্থ টেস্ট। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ভারতের এই টেস্ট সিরিজে প্রচুর রান করছেন। দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি (Yashasvi Jaiswal Double Century) করেছেন। ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছেন জয়সওয়াল। এই ফর্ম বজায় থাকলে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে বড় মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।

যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০৯ রান এবং তৃতীয় টেস্টে ২১৪ রান করেছেন। তৃতীয় টেস্টে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক মেজাজে খেলে রান করেছেন। ইনিংসে ১২টি ছক্কা মেরেছ তিনি। 

জয়সওয়াল এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৩ টেস্ট ইনিংসে ৮৬১ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী যদি ১৩৯ রান করেন, তাহলে টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করবেন। অর্থাৎ ১৪তম ইনিংসে সহস্রাধিক টেস্ট রান পূর্ণ করতে পারবেন।

হাজার টেস্ট রান পূর্ণ করতে বিনোদ কাম্বলি খেলেন ১৪ ইনিংস। এই মুহূর্তে ভারতের হয়ে দ্রুততম ১০০০ টেস্ট রান করা ব্যাটসম্যান কাম্বলি। 

টেস্টে দ্রুততম ১০০০ রান করা ভারতীয় ব্যাটসম্যান:

  • বিনোদ কাম্বলি- ১৪ ইনিংস
  • চেতেশ্বর পূজারা- ১৮ ইনিংস
  • মায়াঙ্ক আগরওয়াল- ১৯ ইনিংস 
  • সুনীল গাভাস্কার- ২১ ইনিংস

যশস্বী জয়সওয়াল যদি চতুর্থ টেস্টের দুই ইনিংসে ১৩৯ রান করেন, তাহলে ১৫ ইনিংসে ১০০০ রান পূর্ণ করবেন। ভেঙে দেবেন চেতেশ্বর পূজারার রেকর্ড। ভারতের হয়ে ১৮ ইনিংসে হাজার রান পূর্ণ করেছেন পূজারা।