ISL: ডার্বির আগে ATK মোহনবাগানকে সতর্ক করলেন শিল্টন পাল

শনিবার বাঙালির বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল ও ATK মোহনবাগান। ISL-এর এটাই প্রথম কলকাতা ডার্বি যা কলকাতাতে আয়োজিত হচ্ছে। ফলে এই ডার্বি আলাদা মাত্রা রাখছে। যদিও…

Shilton Pal

শনিবার বাঙালির বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল ও ATK মোহনবাগান। ISL-এর এটাই প্রথম কলকাতা ডার্বি যা কলকাতাতে আয়োজিত হচ্ছে। ফলে এই ডার্বি আলাদা মাত্রা রাখছে। যদিও মোহনবাগান নামের আগে থেকে ATK সরানোর দাবিটা একই থাকছে। তা সত্বেও ডার্বিতে স্টেডিয়াম ভর্তি থাকবে বলে আশাবাদী সকলে। শনিবারের ডার্বির আয়োজক ATK মোহনবাগান।

গত ছয় ডার্বিতে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। আর মোহনবাগান জার্সিতে ১৪ বছর খেলেছেন শিল্টন পাল। তিন কাঠির বাজপাখি শিল্টন মোহনবাগানকে অসংখ্য ডার্বিতে জয় এনে দিয়েছেন। এবার ডার্বিতে তিনি না খেললেও তাঁর মত পড়ে সেখানেই। দীর্ঘদিন সবুজ মেরুন জার্সি পড়ে নামার পর এবার তিনি দলকে সমর্থন করবেন। এবার একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন ডার্বি নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা।

ডার্বির আগে শিল্টন পাল জানান, ‘ডার্বিতে কেউ এগিয়ে বা পিছিয়ে শুরু করে না। ম্যাচের দিন মানসিক দিক থেকে যে এগিয়ে থাকবে, প্রথম থেকে যে ছন্দ ধরে রাখবে সেই জিতবে। অবশ্যই মোহনবাগান গত কয়েকটা ডার্বিতে জয় পেয়েছে সেটা অবশ্যই আত্মবিশ্বাস দেবে তবুও বলব ডার্বিতে দুটো দলই সমান সমান, ম্যাচ ৫০-৫০। দুটো দলই শেষ ম্যাচে জিতেছে।’

গত ছয় ডার্বিতে ইস্টবেঙ্গল হেরেছে। যদিও গত ছ’টা ডার্বিতে ইস্টবেঙ্গল দল তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। তবে এবার আগে থেকে সময় নিয়ে দল গঠন করে নেমেছে ইস্টবেঙ্গল। আর দলের কোচ ইঙ্গিত দিয়েছেন ডার্বিতে যা কিছু হতে পারে। এই বিষয়ে শিল্টনের বক্তব্য, ‘যা হয়েছে সেটা হয়েছে। ফুটবলাররা নতুন। ডুরান্ড ডার্বিটাও ভুলে যেতে চাইবে ইস্টবেঙ্গল প্লেয়াররা, ওরা নতুন করে শুরু করবে।’