AIFF: সচিব পদ ছাড়ার প্রসঙ্গে কী বলছেন প্রভাকরন? জানুন

এবার এক নয়া ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল মহল। আচমকাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ( AIFF) সচিব পদ থেকে সরানো হয়েছে সাজি প্রভাকরনকে (Shaji Prabhakaran)। যা…

shaji prabhakaran

এবার এক নয়া ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল মহল। আচমকাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ( AIFF) সচিব পদ থেকে সরানো হয়েছে সাজি প্রভাকরনকে (Shaji Prabhakaran)। যা নিয়ে অবাক হয়েছেন সকলেই। ফুটবল সংস্থার তরফ থেকে একটি বিবৃতি প্রদান করে এমনটাই জানানো হয়েছে এবার। জানা গিয়েছে, বিশ্বাস ভঙ্গের জন্যই নাকি বাদ দেওয়া হয়েছে তাকে।

যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে আসবেন এই নতুন পদে। তবে যতদূর খবর, এখন আর নতুন করে আনা হচ্ছে না কাউকে। এক্ষেত্রে এআইএফএফ এর ডেপুটি হিসেবে কাজ করা এম. সত্যনারায়ণ কাজ করবেন এই পদে। অর্থাৎ নতুন করে সাজানো হচ্ছে ম্যানেজমেন্টককে। তবে এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না প্রভাকরন।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমন সিদ্ধান্তে অখুশি থেকে পরবর্তীতে একটি চিঠিতে সেই কথা জানিয়েছেন সাজি প্রভাকরন। যেখানে তিনি বলেন, আমি অবশ্যই বলব এই সিদ্ধান্তের পিছনে কোনো বড়সড় ষড়যন্ত্র রয়েছে। যা আমার পক্ষে এখন বোঝা সম্ভব হচ্ছে না। সেইসাথে তিনি বলেন, এটি এমন একটি সময় করা হয়েছে যখন কিনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে গভার্নেন্সের বিষয়টি আলোচনা করা হচ্ছে। এক কথায় বলতে গেলে ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রভাকরণ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে এআইএফএফ এর সচিব পদে বসেছিলেন সাজি প্রভাকরণ। বলা যায় তারপর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার শেষ হয়ে গেল সেই মেয়াদ।