Bangladesh: খেলা হবে! বাংলাদেশে ৩০০ আসনে লড়বে তৃণমূল, পদ্মাপারের ভোটে আলোড়ন

জাতীয় নির্বাচন আসন্ন। ক্ষমতাসীন বা বিরোধী কোনপক্ষই তাদের প্রার্থী বাছাই করেনি। শাসক ও বিরোধী রাজনৈতিক সমাবেশ-জমায়েত-অবরোধ-়ধরপাকড়ে বাংলাদেশ (Bangladesh) অগ্নিগর্ভ হয়ে উঠছে। এই পরিস্থিতির মাঝে পদ্মাপারের…

জাতীয় নির্বাচন আসন্ন। ক্ষমতাসীন বা বিরোধী কোনপক্ষই তাদের প্রার্থী বাছাই করেনি। শাসক ও বিরোধী রাজনৈতিক সমাবেশ-জমায়েত-অবরোধ-়ধরপাকড়ে বাংলাদেশ (Bangladesh) অগ্নিগর্ভ হয়ে উঠছে। এই পরিস্থিতির মাঝে পদ্মাপারের ভোটে আলোড়ন ফেলে দিল তৃ়ণমূল। দলটি আগেভাগে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানাল।

বাংলাদেশে ক্ষমতায় এখন আওয়ামী লীগ। দলনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। বিরোধী দলনেত্রী রওশন এরশাদ। তবে ভোট বয়কট করে সংসদে না থেকেও কার্যত প্রধান বিরোধী দল বিএনপি। দলনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর বিএনপি ভেঙে তৈরি হয়েছে তৃ়ণমূল বিএনপি।

বাংলাদেশ জাতীয় সংসদের মোট ৩৫০টি আসন। তৃণমূল একাই তিনশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়েছে। বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে  দলটির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী এমন ঘোষণা করলেন। তিনি বলেন, তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।

তিনি আরও বলেন, আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

শমসের মবিন চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিবেশি ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম কেন নিলেন তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল তৈরি হয়েছে।

তৃণমূল বিএনপি চেয়ারপার্সন  আরও বলেন, আমাদের দল প্রাইভেট কোম্পানি হবে না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। জ্বালাও পোড়াও রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা হত্যার রাজনীতি সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি। অনুষ্ঠানে ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ দলটির কেন্দ্রীয় নেতারা।

তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টি বা তৃণমূল বিএনপি বাংলাদেশে ‘তৃণমূল’.নামেই সমধিক পরিচিত। দলটি 2015 সালে প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা প্রতিষ্ঠা করেন। তিনি বিএনপি ত্যাগ করে দলটি তৈরি করেন।