অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য সামনে এসেছিল। বিরাট বলেছিলেন, “ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার খিদে…

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য সামনে এসেছিল। বিরাট বলেছিলেন, “ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার খিদে এবং লড়াই করার মানসিকতা ছিল না।” ক্যাপ্টেন বিরাটের এই বক্তব্য সামনে আসতেই টিম ইন্ডিয়ার অন্দরমহলে অসন্তোষের সলতে পাঁকতে শুরু করে।

ভারত অধিনায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের এক সিনিয়র ক্রিকেটার বিরাটের বিরুদ্ধে বিসিসিআই সচিব জয় শাহের কাছে নালিশ করেছেন। সূত্রের খবর, ক্যাপ্টেন কোহলির আচরণ ঘিরে দলের অভ্যন্তরেও চাপা অসন্তোষের স্রোত বয়ে চলেছে। টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরাও মনে করতে শুরু করেছেন বিরাট কোহলির মধ্যে আগের মতো প্রেরণাদায়ক নেতৃত্বর অভাব দেখা দিয়েছে এবং ক্রিকেটারদের কাছ থেকেও বিরাট যথাযোগ্য সম্মান পাচ্ছেন না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শোনা যাচ্ছে, কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও বিরাট কোহলির সম্পর্কে অনেক ফাটল দেখা দিয়েছে। অনুশীলনের সময়ে বিরাট রবি শাস্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কোচ শাস্ত্রী নেটে অনুশীলনের সময় বিরাটকে ব্যাটিং টিপস দিতে গেলে বিরাট মেজাজ হারিয়ে ফেলেন এবং কোচ ররি শাস্ত্রীকে উদ্দেশ্য করে বলে বসেন, আমাকে বিব্রত করবেন না।

ইতিমধ্যেই বিরাট কোহলী ঘোষণা করে দিয়েছেন,টি -২০ বিশ্বকাপের পর টী-টোয়েন্টিতে তিনি আর অধিনায়ক থাকবেন না। ব্যাটিং’এ নিজের ফোকাস বেশি করে দেওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত।