“রিজার্ভ ডে”-তে ফাইনাল খেলার আগে চেন্নাইয়ের প্রাক্তন তারকা মুখ খললেন গুজরাট তথা ভারতের এই মুহূর্তে উড়তি ক্রিকেটর শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। তিনি বলেন, গিলকে ছেড়ে দিয়ে এক অবিবেচকের মতে কাজ করেছে কেকেআর।
জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টাইরিস বলেন, “গিলের মতো ছেলেকে ছেড়ে দেওয়ার মতো ভুল কাজ কেকেআর ছাড়া আর কেউ করে করেছে বলে তো মনে হয় না। এর আগে আরসিবি ছেড়ে দেয় কে এল রাহুলকে। তবে সেখান থেকে দেখতে গিলের বয়সটাও কম। খেলায় উন্নতি করার সুযোগও পাবে বেশি। ও শুধু এখন গুজরাট তারকা নয়। সামনেই বিশ্বকাপ, ভারতের অন্যতম মেরুদণ্ড হওয়ার ক্ষমতা রাখে গিল। আশা করি, ও সেটা পারবে।”
স্টাইরিস আরো বলেন, “নতুন তারকা তৈরী হচ্ছে এখন। শূন্য থেকে শুরু করছে ইনিংসগুলো। সেখান থেকে বড়ো ইনিংসে পরিবর্তন করছে ও। অনেক পরিবর্তন এনেছে ও খেলায়। দায়িত্ব নিয়েছেন, এই ব্যাটিং লাইন আপের মূল ভিত্তি হতে পেরেও ও খুশি। পুরোনো কোহলির মতো লাগছে ওঁকে। জোর করে মারার দরকার পড়ছে না গিলের, শুধু খারাপ বলগুলোই মারছে।”
২০২২এর পর শুভমন গিলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। রাখা হয় ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে। গিলকে ছাড়তেই নিলামের আগেই তাঁর সাথে চুক্তি করে নেয় গুজরাট টাইটানস। ২০২২এই আইপিএল জেতে গুজরাট। ২০২৩এ লিগের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেঞ্চুরি করে হারিয়ে দেয় তাঁদের। ফলে প্লে অফে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ানস। সে মুম্বইয়ের বিরুদ্ধেই কোয়ালিফায়ার ২-এ সেঞ্চুরি করে গুজরাটকে এগিয়ে দেয় ফাইনালে।