World Test Championship: বিশ্ব টেস্টে অস্ট্রেলিয়া দলে ফেরত যশ হেজ়েলউড

৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। তার আগে অস্ট্রেলিয়ার ১৫জনের দলে ফেরত এলেন যশ হেজ়েলউড। আইপিএলে…

Josh Hazlewood

৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। তার আগে অস্ট্রেলিয়ার ১৫জনের দলে ফেরত এলেন যশ হেজ়েলউড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় চোট পেয়ে অস্ট্রেলিয়া ফিরে যান তিনি। তবে এখন তিনি মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতনই থাকছেন দলে।

হেজ়েলউড ফিরে আসায় দলে মাইকেল নেসার বা শন অ্যাবটের আর প্রয়োজন পরবে না। হ্যাজেলউড যদিও কিছুদিন যাবৎ চোট নিয়ে ভুগছিলেন। অ্যাকিলিস ইনজুরির কারণে তিনি দেরিতে আরসিবি ক্যাম্পে যোগ দেন। ২০২১ সালের ডিসেম্বর থেকে সাইড স্ট্রেনের কারণে তিনি মাত্র চারটি টেস্ট খেলেছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

হ্যাজেলউড এই মরসুমে মাত্র তিনটি আইপিএল ম্যাচ খেলেছেন, নয় ওভার বল করেছেন। দেশে ফেরার আগে সেরা ম্যাচ বলতে ৩/৭৬। আপাতত ৫৯ টেস্ট খেলে ২২২টি উইকেট নিয়েছেন হেজ়েলউড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (সি), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খোয়াজা, মারনাস লাবুশেন, নাথান লিঁও, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।