World Test: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও ক্রিস গ্যাফানি

সোমবার আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি লন্ডনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে মাঠের আম্পায়ার…

Richard Illingworth and Chris Gaffney Named Field Umpires for World Test Championship

সোমবার আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি লন্ডনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে মাঠের আম্পায়ার হবেন। ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চলবে ১১ তারিখ অবধি। সংরক্ষিত দিন ১২ই জুন।

প্রেস রিলিজে আইসিসি জানায়, “নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থকে আল্টিমেট টেস্টের জন্য মাঠের আম্পায়ার হিসেবে বাছাই করা হয়েছে। নির্ধারিত পাঁচ দিনের খেলার সময় যে কোনো হারানো দেনের জন্য ১২ জুন একটি রিজার্ভ ডে হিসেবে চিহ্নিত করা হবে।”

৪৮ বছরের গ্রাফানি তাঁর ৪৮ তম টেস্ট আম্পায়ারিং করবেন। ৫৯ বছরের ইলিংওয়ার্থ তাঁর ৬৪ তম টেস্ট আম্পায়ারিং করবেন। ইলিংওয়ার্থ অবশ্য প্রথম টেস্টে চ্যাম্পিয়নশিপেও ছিলেন।

এছাড়া, টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডেরই রিচার্ড কেটলবরো। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একই দায়িত্ব সামলেছিলেন তিনি। আরো থাকবেন কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ার হয়ে। ম্যাচ রেফারি হবেন রিচি রিচার্ডসন।