Jamshedpur FC Coach: সবুজ-মেরুনের বিদেশিদের নিয়ে যথেষ্ট সাবধানী স্কট কুপার

এএফসি কাপের ম্যাচ এখন অতীত। ইন্ডিয়ান সুপার লিগের সূচী অনুযায়ী আজ জামশেদপুরের (Jamshedpur FC ) ঘরের মাঠে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)…

scott cooper Jamshedpur FC Coach

এএফসি কাপের ম্যাচ এখন অতীত। ইন্ডিয়ান সুপার লিগের সূচী অনুযায়ী আজ জামশেদপুরের (Jamshedpur FC ) ঘরের মাঠে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সকলে। টুর্নামেন্টের লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে আজকের এই ম্যাচ জিতলে ফের অনায়াসেই লিগ টেবিলের শীর্ষে চলে যাবে কলকাতার এই প্রধান। যা পরবর্তীতে সাহায্য করবে দলের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে। তাই যেনো তেনো ভবে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া মেরিনার্সরা।

এই পরিস্থিতিতে দলের চিন্তা আরও বাড়িয়েছে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও মরোক্কোর দাপুটে মিডফিল্ডার হুগো বুমোসের আনফিট থাকা। যারফলে, এবার স্কট কুপারের বিপক্ষে খেলতে দেখা যাবে না এই দুই ভরসাযোগ্য ফুটবলারদের। আসলে, বেশ কিছুদিন ধরেই সবুজ-মেরুনের প্রাকটিসে সাধারন ছন্দে ছিলেন না এই দুই ফুটবলার। দলের সঙ্গে আসলেও বল পায়ে মাঠে নামেননি হুগো বুমোস। অনুশীলন করেছেন দলের ফিজিওর কথা মেনে। যা নিয়ে স্বাভাবিকভাবেই উঠে আসছিল একাধিক প্রশ্ন।

সেইসঙ্গে দোষড় হয়ে দাঁড়ায় অজি বিশ্বকাপার জেসন কামিন্সের জ্বর। আসলে, দিনদুয়েক ধরেই সবুজ-মেরুনের প্রাকটিসে দেখা মিলছিল না কামিন্সের। প্রথমদিকে সেটি নিয়ে খুব একটা মাথাব্যথা না থাকলেও পরবর্তীতে বাড়তি উদ্বেগ দেখা দেয় সকলের মধ্যে। দলের তরফ থেকে কামিন্সের অসুস্থতা নিয়ে কিছু জানানো না হলেও শোনা যাচ্ছে যে জ্বরের কবলে পড়েছেন এই অজি তারকা।

যার ফলে, আজ অ্যাওয়ে ম্যাচে থাকবেন না দুজনের কেউ। তবে মোহনবাগানের আপ ফ্রন্টের দায়িত্বে থাকছেন যথাক্রমে আর্মান্দো সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেট্রতোস। আজ তাদের উপরে ভরসা করেই তিন পয়েন্ট পেতে চাইছে বাগান ব্রিগেড। যা নিয়ে প্রচন্ড সাবধানী জামশেদপুর দলের কোচ স্কট কুপার। তার কথায়, মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল। তাদের সমীহ করতেই হবে। গতবছর তারা ট্রফি জিতেছে। এবছর ও তাদের শুরুটা যথেষ্ট ভালো হয়েছে। তবে আমাদের ছেলেরা ও আজ নিজেদের সেরাটা দেবে।

বিশেষ করেন বাগানের বিদেশিদের প্রসঙ্গে তিনি বলেন তাদের দলে একাধিক শক্তিশালী ফুটবলার রয়েছে। যাদের মধ্যে কামিন্স, সাদিকু যেকোন সময় বদলে দিতে পারেন ম্যাচের রঙ। পাশাপাশি গতবছর থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে দিমিত্রি পেট্রতোস। তবে এবার ঘরের মাঠে তাদের সুকৌশলে হারানোই একমাত্র লক্ষ্য আমাদের।