Ration Scam: জ্যোতিপ্রিয় কন্যার সচিব পদ বাতিল চেয়ে শিক্ষা দফতরে ক্ষোভ বাড়ছে

রেশন দুর্নীতিতে (ration scam) নাম জড়িয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এর পাশাপাশি নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব জ্যোতিপ্রিয় মল্লিকের…

রেশন দুর্নীতিতে (ration scam) নাম জড়িয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এর পাশাপাশি নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা।এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়ে বিতর্ক চায়না বিকাশ ভবন। দ্বিধাবিভক্ত বিকাশ ভবন। এক্ষেত্রে বিকাশ ভবন কী চাইছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ এই তিনটি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাঠামো। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষক পর্ষদ দুর্নীতির জালে জর্জরিত। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে কোনও দুর্নীতির অভিযোগ নেই। তবে জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনীর নাম যেহেতু দুর্নীতির সঙ্গে জড়িয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নামেও কালিমালিপ্ত হয়েছে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

এই অবস্থায় বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দফতরের একাধিক ব্যক্তি চায়না যে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এই পদে বহাল থাকুক। কারণ সামনেই রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তার আগেই জেলা সফরের সভাপতি ও জেলা সচিব যায়। এখানে যদি কোনও বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয় তাহলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বদনামের মুখে পড়বে।

অন্যদিকে আরেকদল এক্ষেত্রে ভিন্নমত পোষণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে জানা গিয়েছে রাজ্যের শীর্ষ মহল থেকে সিদ্ধান্ত হবে যে বালু কন্যার পদ থাকবে নাকি থাকবে না।