আমির দেরভিসেভিচকে রিলিজ দেওয়া নিয়ে টালবাহানা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটলো। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল আমির দেরভিসেভিচের (Amir Dervisevic) রিলিজ দিয়ে দিল।
দেরভিসেভিচকে রিলিজ দেওয়া হবে এটা একপ্রকার নিশ্চিত ছিল। এমন আশঙ্কা ছিলই ভারতীয় ফুটবল মহলে মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট আমির দেরভিসেভিচের রিলিজ ইস্যুতে, “আমরা 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢𝐬𝐞𝐯𝐢𝐜 SC ইস্ট বেঙ্গলে তার সময়ের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তার ভবিষ্যত প্রচেষ্টার জন্য তাকে শুভ কামনা জানাই।
সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, 𝓐𝓶𝓲𝓻!”
প্রসঙ্গত, স্লোভানিয়ার সেন্ট্রাল মিডফ্লিডার আমির দেরভিসেভিচের রিলিজ দিয়ে লাল হলুদ ব্রিগেড মঙ্গলবার সই করিয়েছে স্প্যানিশ মিডিও ফ্রান্সিসকো জোসে সোটাকে। এসসি ইস্টবেঙ্গল টুইট করেছে এই ইস্যুতে।
We would like to thank 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢𝐬𝐞𝐯𝐢𝐜 for his time at SC East Bengal and wish him all the very best in his future endeavours.
Thank you for everything, 𝓐𝓶𝓲𝓻!#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/CPtqHnWX8v
— East Bengal FC (@eastbengal_fc) January 25, 2022
অসমর্থিত সূত্রে খবর, ২৯ বছর বয়সী স্লোভানিয়ার সেন্ট্রাল মিডফ্লিডার আমির দেরভিসেভিচকে রিলিজ দেওয়া হলেও স্লোভাক এই মিডিও এখন মুক্ত ফুটবলার। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হতে ৭ দিন বাকি। ফ্রি ফুটবলার হিসেবে কোন দল আমির দেরভিসেভিচকে লুফে নেয় তা নিয়ে জল্পনা তুঙ্গে।