ISL : ‘হাইভোল্টেজ ডার্বি’ ম্যাচ নিয়ে উত্তেজিত ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো

মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্স ক্যাম্প (Mohun Bagan)। টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ, ২৯ জানুয়ারি…

Head-Coach-Juan-Ferrando

মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্স ক্যাম্প (Mohun Bagan)। টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ, ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে ওই প্রেস্টিজিয়ার্স লড়াই, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল।

সামাজিক মাধ্যমে ডার্বি ম্যাচের প্রস্তুতিতে সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা ঘাম ঝড়াচ্ছে তা ইতিমধ্যেই ভাইরাল। ডার্বি ম্যাচ নিয়ে ATK মোহনবাগান টুইট পোস্ট,”পরবর্তী চ্যালেঞ্জে আমাদের দর্শনীয় স্থান নির্ধারণ, ডার্বি💥🔜 “

এবার ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর টুইট দলের টুইটার হ্যাণ্ডেলে। ওই টুইট পোস্টে ডার্বি ম্যাচের প্রতিক্রিয়াতে
হুয়ান ফেরান্দোর বক্তব্য, “কলকাতা ডার্বির অংশ হতে কে না উত্তেজিত!

প্রধান কোচ হুয়ান ফেরানদো তার প্রথম 💚♥️ জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

সঙ্গে সবুজ মেরুন ব্রিগেডের হেডস্যার হুয়ান ফেরান্দো বলেন,”নিভৃতবাস পর্যায়ে আমি ক্লাবের অতীত গৌরবময় ইতিহাস সংক্রান্ত অনেক লেখা পড়েছি।কলকাতা ফুটবল নিয়েও অনেক লেখা পড়েছি।কলকাতা ডার্বিতে থাকাটা আমার কাছে আনন্দের।”

সূত্রে খবর, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেরিনার্সদের প্রথম একাদশে সন্দেশ ঝিঙ্গান ঢুকতে পারে, সঙ্গে হুগো বৌমাস স্কোয়াডে আসতে পারে।
গত রবিবার, ATK মোহনবাগানের কাছে ছিল হতাশার রাত, ওডিশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। কিন্তু হুয়ান ফেরান্দোর ব্রিগেডের ফুটবলারেরা যে দমে যাওয়ার পাত্র নয় সেটা তিরি’র টুইট পোস্টে পরিষ্কার। ওই টুইটে নিজের ছবির ক্যাপসনে মেরিনার্সদের ডিফেন্স লাইনের মেরুদণ্ড তিরি সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করে পোস্ট,”💯👀⚽️ “

হাতে আছে আর মাত্র তিন দিন। চারদিনের মাথায় হাইভোল্টেজ ডার্বি ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের। গত ISL মরসুম এবং চলতি সেশন মিলিয়ে তিনটে ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।