করোনা সংক্রমণ বাড়তে থাকায় ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচী স্থগিত রেখেছে নবান্ন। কিন্তু এই বিষয়ে সুর চড়াতে পিছু পা হয়নি বিরোধীরা। তারা বলেছিল, রাজ্যের কাছে টাকা নেই, কোন ভরসায় প্রকল্প চালু রাখবে। তাই করোনার নাম করে বন্ধ করে দিচ্ছে। করোনা মোকাবিলায় খরচ অনেক, তাই রাজ্যের কাছে যে পর্যাপ্ত টাকা নেই এ কথা মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন। এরপরই কয়েক হাজার কোটি টাকার লোন পেল পশ্চিমবঙ্গ।
গত শনিবার বিশ্ব ব্যাঙ্ক সামাজিক উন্নয়ন খাতে প্রায় ১ হাজার কোটি টাকা লোন দিয়েছে রাজ্য সরকারকে। এরপরই ফের দুয়ারে সরকার কর্মসূচী চালু করতে উদ্যোগ নিল নবান্ন। গত কয়েক বছরে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা চালিয়ে যেতে রোজগারের রাস্তা তেমন খোলা নেই। ইতিমধ্যেই চলতি মাসে দু বার ঋণ নিয়েছে নবান্ন।
নবান্নের নির্দেশিকা মেনে ১ ফেব্রুয়ারি থেকেই চালু হবে দুয়ারে সরকার কর্মসূচী। চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি প্রকল্প তৈরির এবং ১ থেকে ১৫ মার্চ সেগুলি বাস্তবায়নের কাজ চলবে। রাজ্যে সংক্রমণের হার বাড়ায় গত ৩ জানুয়ারি থেকে আংশিক লকডাউন জারি করে রাজ্য সরকার। সেইসময় ঘোষণা করা হয়েছিল, করোনা পরিস্থিতির কারণে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবেনা।