ISL: লাল হলুদের প্র‍্যাকট্রিস সেশনে ঘাম জড়ালেন মিডিও ফ্রান্সিসকো হোসে সোটা

গত মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ATK মোহনবাগান(ATK Mohun Bagan)। টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ নম্বর,…

গত মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ATK মোহনবাগান(ATK Mohun Bagan)। টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ নম্বর, ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে ওই প্রেস্টিজিয়ার্স লড়াই, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল। আর বুধবার বিকেলে লাল হলুদ ব্রিগেড ডার্বি ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লো নতুন স্প্যানিশ মিডফ্লিডার ফ্রান্সিসকো হোসে সোটাকে সঙ্গে নিয়ে।

বুধবার সন্ধ্যেতে এসসি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট “আমাদের নতুন স্প্যানিশ মিডফিল্ডার 𝐅𝐫𝐚𝐧 𝐒𝐨𝐭𝐚 আজ বিকেলে তার বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করার পরে অনুশীলনে স্কোয়াডে যোগ দিয়েছেন কারণ আমরা কলকাতা ডার্বির আগে ঘাম ঝরিয়েছি।”

ISL সেশনের মাঝপথে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে এসেছেন স্প‍্যানিশ এই মিডফিল্ডার। চলতি ইন্ডিয়ান সুপার লীগের নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু জয়ের ধারাবাহিতার পথে পরের ম্যাচেই হোচট খেয়েছে লাল হলুদ ব্রিগেড। গোয়ার বিরুদ্ধে জিতে লীগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের তকমা জার্সিতে সেটে গিয়েছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গিয়ে এসসি ইস্টবেঙ্গলের।

গোয়ার বিরুদ্ধে সেশনে প্রথম জয়ের আনন্দে আত্মহারা লাল হলুদ জনতা নতুন হেডকোচ মারিও রিভেরাকে “The real Magician” সম্মানিত করেছে,কিন্তু নিজামর্স’দের বিরুদ্ধে লজ্জার পরাজয় মারিও রিভেরার ম্যাজিক অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। দলের এমন পারফরম্যান্সের জেরে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটাকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর স্লোভানিয়ার সেন্ট্রাল মিডফ্লিডার আমির দেরভিসেভিচের রিলিজ দিয়েছে লাল হলুদ ব্রিগেড, দুটো কাজই সেরেছে গত মঙ্গলবার।

ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL সেশন মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।চলতি ISL মরসুমের প্রথম লেগের ডার্বি ম্যাচে ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, ATK মোহনবাগানের কাছে।

ঘুরে দাঁড়ানোর প্রশ্নে লাল হলুদ সমর্থকরাও জোর গলায় প্রিয় দলের হয়ে স্লোগান দিতে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত। কেননা প্রথম লেগের ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (আনুষ্ঠানিকভাবে এখন ATK মোহনবাগান দল) কাছে ৫-০ গোল হজমের আশঙ্কাতে ঘড়ির কাটা ঘনঘন দেখছিল, রেফারি কখন ম্যাচ শেষের বাঁশি বাজায়।

চলতি ISL সেশনে টানা ৮ ম্যাচ হেরে গিয়ে হোসে মানুয়েল দিয়াজ এসসি ইস্টবেঙ্গল হেডকোচ পদ থেকে সরে যায়।তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং’র হাতে টিমের কম্যান্ড তুলে দেওয়া হয়।

খেলোয়াড়দের মানসিকতা সঙ্গে পারফরম্যান্সেও ভোলবদল ঘটে। লাল হলুদের প্রাক্তনীরাও রেনেডি সিং’র কোচিং স্টাইলের প্রশংসা করে বলে,আগেই দরকার ছিল রেনেডি সিং’র।

সেশনের প্রথম জয়ের স্বাদ পেলেও নিজামর্সদের বিরুদ্ধে লজ্জার হারের জেরে জিহ্বা তেতো হয়ে গিয়েছে লাল হলুদ জনতার। এমন আবহে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের ২ দিন আগে বুধবার প্রস্তুতিতে নেমেছে এসসি ইস্টবেঙ্গল স্কোয়াড।