ISL : মুম্বই’র কাছে হেরে গেল এসসি ইস্টবেঙ্গল

Sports::ইন্ডিয়ান সুপার লিগের(ISL) লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সি থেকে মুছল না এসসি ইস্টবেঙ্গলের।মঙ্গলবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে গেল মারিও রিভেরার লাল…

short-samachar

Sports::ইন্ডিয়ান সুপার লিগের(ISL) লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সি থেকে মুছল না এসসি ইস্টবেঙ্গলের।মঙ্গলবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে গেল মারিও রিভেরার লাল হলুদ ব্রিগেড। লিগের লাস্ট বয় হয়েই থাকলো এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে, রফিকদের বিরুদ্ধে জিতে মুম্বই সিটি এফসি তিন পয়েন্টের সুবাদে ISL”র লিগ টেবিলে এখন উঠে আসলো চার নম্বরে।

   

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট মুম্বই’র এবং তিনে ATK মোহনবাগান ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট, ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে মুম্বই সিটি এফসি মেরিনার্সদের বিপক্ষে।

ম্যাচের ৫১ মিনিটে বিপিন সিং’র বিশ্বমানের গোলে এগিয়ে যায় মুম্বই। এরপর বল পায়ে গোলের দরজা খোলার জন্য আক্রমণে উঠলেও গোল করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।

খেলার প্রথমার্ধে আটোসাটো পারফরম্যান্স ছিল লাল হলুদ খেলোয়াড়দের,আক্রমণে ঝাঝ ছিল।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ডানদিক দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বিপিনের শট লাল হলুদের জালে জড়াতেই ১-০ গোলের লিড নেয় মুম্বই সিটি এফসি।

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাল হলুদ ফুটবলারেরা।কিন্তু ফিনিশার হিসেবে কেউই উঠে আসতে পারে নি। ফলে গোলের লকগেট খুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল টিম। তবে প্রথমার্ধে লাল হলুদ শিবিরের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং পারফরম্যান্স সমর্থকদের মধ্যে কিঞ্চিৎ আশার আলো ফুটিয়ে তুলেছিল। কিন্তু ওই আশার আলো গোল না পাওয়াতে নিভে গেল।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে দার্শনিক ভঙ্গিতে মারিও রিভেরার জবাব ছিল দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে,”প্রতি ম্যাচের পর আমরা ম্যাচ বিশ্লেষণ করি। আমরা ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করার চেষ্টা করি এবং ভালো জিনিসগুলোকে রাখার চেষ্টা করি।” মুম্বই’র বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেডের গোটা পারফরম্যান্সের তুল্যমূল্য বিচার করলে লড়েছে গোল দেওয়ার তাগিদে রিভেরার ছেলেরা। কিন্তু বল পায়ে শেষ মুহুর্তে স্কোরিং পারফর্মারের অভাবে গোল আসেনি।