High Court: স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী

হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাদা সৌমেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ…

হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাদা সৌমেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, আগামী ৪ মার্চ পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর। কাঁথির পিকে কলেজে দুর্নীতির অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নিম্ন আদালত। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু।

   

কলকাতা হাইকোর্টের আইনজীবী আবু সোহেল বলেন, ‘কলেজের গৃহ নির্মাণে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের কাঁথি আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উনি হাইকোর্টে গিয়েছেন। কপি যদিও আমি এখনও হাতে পাইনি। মামলার তারিখ ২৪ দেখাচ্ছে। কাঁথি মহকুমা আদালতের ম্যাজিষ্ট্রেট নিশ্চয় বিচার-বিবেচনা করে রায় দিয়েছেন। উচ্চ-আদালতের উপর আমাদের আস্থা রয়েছে। আশা করছি সেখানকার ম্যাডিস্ট্রেটও সব কিছু বিচার-বিবেচনা করে দেখবেন। কলেজটিই মুলত দাঁড়িয়ে রয়েছে ওনার আদেশের মূলে। কিন্তু কোনও নিয়ম মানা হয়নি। না টেন্ডার মানা হয়েছে, না প্ল্যান সাংশন হয়েছে।’ মঙ্গলবার সেই মামলাতেই নির্দেশ দিল হাইকোর্ট।