Weather: কোথায় গেল শীতের হাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গে শুকনো হাওয়া বইছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং বুধবার…

Person Drinking Cold Water From a Glass

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গে শুকনো হাওয়া বইছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে আগামী দিন তিনেক রাতের তাপমাত্রা কিছু বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।আপাতত উত্তর-পূর্বের হাওয়া বইছে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে পূবের হাওয়া বইবে। যে কারণে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প ঢুকবে। শীতের আমেজ অনেকটাই কমে দুপুরে অস্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।

বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় এবং পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা তুলনামূলক বেশি থাকলেও পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তার কিছুটা পরিবর্তন হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।