প্রথম টেস্টে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের বেঙ্গালুরু টেস্টে ১৫০ রান করে ইতিহাস গড়েছিলেন তরুণ ব্যাটার সরফরাজ খান। সেকারণেই পুনেতে দ্বিতীয় টেস্টে (India vs New Zealand 2nd Test) তিনি ছিলেন রোহিত শর্মার দলের অটোমেটিক চয়েস। এবার ব্যাটিংয়ের পর রিভিউ নেওয়ার সময়ও তাক লাগলেন এই মুম্বাই ব্যাটার। তাঁর এবং ভারতীয় তারকা বিরাট কোহলির জেদেই একপ্রকার আউট হন কিউয়ি ব্যাটার উইল ইয়ং। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে, যখন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বল করছিলেন। ভারের শেষ ডেলিভারিতে অশ্বিন একটি বল লেগ স্টাম্পের বাইরে করেছিলেন যা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান উইল ইয়ং মিস করেন। বল তার ব্যাটের কিনারায় স্পর্শ করে উইকেটের পেছনে চলে যায়, যেখানে উইকেটকিপার ঋষভ পন্ত তা সহজেই ধরেন। তবে অশ্বিন বা পন্ত কেউই কোনও জোরালো আবেদন করেননি। কিন্তু শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ খান (Sarfaraz Khan) ও অশ্বিন জোরালোভাবে আবেদন করেন এবং রিভিউ নেওয়ার জন্য অধিনায়ক রোহিত শর্মার কাছে জোরাজুরি করতে থাকেন।
Khan heard it 😉
Sarfaraz Khan convinces his skipper to make the right call 👌
Watch the 2nd #INDvNZ Test LIVE on #JioCinema, #Sports18 and #ColorsCineplex 👈#IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/Ioag6jQF7B
— JioCinema (@JioCinema) October 24, 2024
সেই মুহূর্তে, বিরাট কোহলিও এসে সরফরাজের কথায় সমর্থন প্রদান করেন। স্টাম্প মাইকে শোনা যায় সরফরাজ খান রোহিতকে বলতে থাকেন, “ভাইয়া, আমি বলছি না, রিভিউ নাও।” অবশেষে রোহিত শর্মা তাঁদের কথায় রাজি হয়ে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন।
রিভিউয়ের পর দেখা যায়, বল উইল ইয়ংয়ের ব্যাটের কিনারায় লেগেছে এবং তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। ফলে ইয়ং ১৮ রান করে আউট হন এবং ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে যায়। এই রিভিউয়ের সিদ্ধান্তে সরফরাজ ও বিরাটের অবদানের প্রশংসা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষত উত্তেজিত অবস্থায় সরফরাজের এই আবেদনে মজা পেয়েছেন নেটিজেনরা।
ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও মিরপুরে বধ হলেন টাইগার্সরা
বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচে ভারতের ৮ উইকেটের পরাজয়ের পর দ্বিতীয় টেস্ট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পরাজিত হলে ভারত ২০১২ সালের পর প্রথমবার নিজেদের ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারাবে। তাই এই ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা ফেরানো ভারতীয় দলের লক্ষ্য।
রঞ্জির পর এবার জাতীয় দলে কামব্যাক করেই সাত উইকেট সুন্দরের
প্রসঙ্গত উল্লেখ্যঃ যে ভারতীয় দল বল হাতে প্রথম ইনিংসে (India vs New Zealand 2nd Test) বেশ ভালো সাফল্য পেয়েছে। দুই দক্ষিণী বোলার অশ্বিন এবং ওয়াসিংটন সুন্দরের দাপটেই ২৫৯ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। সুন্দর ৭ উইকেট এবং অশ্বিন ৩ উইকেট নিয়ে বিদ্ধংসী হয়ে ওঠা নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপকে ড্রেসিংরুমে ফেরান। তবে বল হাতে সাফল্য এলেও ব্যাট হাতে কতদূর সাফল্য আসে সেটাই এখন দেখার বিষয়।