Santosh Trophy : বাগানের ফরোয়ার্ড জোড়া গোল করে মাঠ কাঁপালেন

রুদ্ধশ্বাস ম্যাচে (Santosh Trophy) জয় পেয়েছে বাংলা। তিন ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে সন্তোষ ট্রফির আশা জিইয়ে রাখলেন বঙ্গ তনয়রা। শুক্রবার মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বাংলার…

রুদ্ধশ্বাস ম্যাচে (Santosh Trophy) জয় পেয়েছে বাংলা। তিন ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে সন্তোষ ট্রফির আশা জিইয়ে রাখলেন বঙ্গ তনয়রা। শুক্রবার মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বাংলার পক্ষে ৪-৩।

প্রথম দুই ম্যাচে গোল না পেলেও এদিন জোড়া গোল করেছেন মহম্মদ ফারদিন আলি মোল্লা। বছর কুড়ির এই ফরোয়ার্ড সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলার।

   

২০২০ সালের অক্টোবরে তিনি যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে। অতীতে তিনি ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগানে।

প্রতিভাবান এই ফুটবলারটি বাগানের হয়ে কাঙ্ক্ষিত সুযোগ পাননি এখনও। বাংলার হয়েও প্রথম দুই ম্যাচে ছিলেন নিস্ফলা। অবশেষে জ্বলে উঠলেন। দু’টি গোল করলেন।

কেরালার বিরুদ্ধে হারার পর বাংলার দুরন্ত কামব্যাক। মেঘালয় এর বিরুদ্ধে ৪-২ গোলে জিতল বাংলা। দুটি করে গোল করেছেন মহিতোষ রায় এবং ফারদিন আলি মোল্লা।

এদিনের ম্যাচের সেরা হয়েছেন মহিতোষ রায়। যিনি আগামী মরশুমে খেলতে পারেন ইস্টবেঙ্গলের জার্সি পরে। মেঘালয়ের বিরুদ্ধে এদিনের ম্যাচে বল ঘোরাফেরা করেছে ঘড়ির কাঁটার মতো।

ম্যাচের প্রথম গোল ২৩ মিনিটে। গোল কর্তা ফারদিন আলি মোল্লা। তিনি দুটি গোল করেছেন, ২৩ মিনিটে এবং ৪৩ মিনিটে। বিরতির আগে হয়েছিল তিনটি গোল। বাংলার দুটি, মেঘালয় একটি গোল শোধ করেছিল।

বিরতির পর হয়েছে আরও চারটি গোল। যার মধ্যে দুটি গোল মহিতোষ দুটি গোল করেছেন। তিনিই এদিন ম্যাচের সেরা। বাংলার পক্ষে ম্যাচ শেষ হয়েছে ৪-৩ স্কোর লাইনে