পোগবা-কাউকো পরিবর্তে কারা? ফাঁস করলেন মোহনবাগান কোচ

আগামী বছরের শুরুতেই ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে৷ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নয়া বিদেশি ফুটবলার আনার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছে এ টি কে মোহনবাগান (ATK Mohun Bagan)…

ATK Mohun Bagan

আগামী বছরের শুরুতেই ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে৷ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নয়া বিদেশি ফুটবলার আনার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছে এ টি কে মোহনবাগান (ATK Mohun Bagan) কর্তারা। গত দলবদলের বাজারে বিদেশ থেকে তুলে আনা খেলোয়াররা তেমন কোন দাগ কাটতে পারেনি। বিশেষ করে ময়দানকে হতাশ করেছে ফ্লোরেন্টিন পোগবা ও জনি কাউকো। ফলে তিরি, ফ্লোরেন্টিন পোগবা ও জনি কাউকোকে মোহন কর্তারা ‘টাটা-বাই বাই’ করে দিয়েছে। এই অবস্থায় দলে নতুন বিদেশ খেলোয়ারকে নেওয়া জরুরি হয়ে পড়েছে মোহনকর্তাদের৷ ট্রান্সফার উইন্ডো খোলার আগেই তাই রীতিমতো তৈরি হয়ে গিয়েছে তারা৷

মোহন কর্তাদের ইচ্ছের উপর ভিত্তি করেই কোন কোন পজিশনে বিদেশি ফুটবলারকে তুলে আনা হবে, আর একটা আভাস দিয়েছেন মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্ডো৷ এক সাংবাদিক সন্মেলনে স্প্যানিশ কোচ মোহনবাগান কর্তাদের মনের কথা ফাঁস করে দিয়েছেন৷

সাংবাদিক সন্মেলনে স্প্যানিশ কোচ ফেরান্ডো জানিয়েছেন, দু’জন খুব গুরুত্বপূর্ণ পজিশনের খেলোয়াড় আসছে। ফ্লোরেন্তিন পোগবার জায়গায় একজন সেন্টার ব্যাককে আনা হবে৷ জনি কাউকোর জায়গাতেও একজনকে আনা হবে, যে ৯ নম্বর বা ১০ হিসেবে খেলবে৷

তিনি আরও বলেছেন, “ক্লাব এই ব্যাপারে কাজকর্ম শুরু করে দিয়েছে। যত দ্রুত সম্ভব তারা দলের সঙ্গো যোগ দিক, এটাই চাইব। কারণ, দলের এই খেলোয়াড়দের প্রয়োজন। গত এক মাস ধরে ক্লাব কর্তারা অনেক পরিশ্রম করেছেন। চুক্তি, ভিসা এ সব ঠিকঠাক থাকলে তারা শীঘ্রই চলে আসবে।” তবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নতুন বিদেশিদের নাম প্রকাশ করতে চাননি৷