Soumitrisha Kundu: নেশায় মত্ত মিঠাই, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা

প্রথম প্রথম অভিনেত্রীর মুখে শোনা যেত, ‘ভালবাসাই যথেষ্ঠ আমার কাছে’। কিন্তু সময় বদলেছে, তার সঙ্গে বেড়েছে চাওয়া-পাওয়ার তালিকাও। তাছাড়া সবাইকে পেছনে ফেলে প্রথম হওয়ার নেশাই…

Soumitrisha Kundu

প্রথম প্রথম অভিনেত্রীর মুখে শোনা যেত, ‘ভালবাসাই যথেষ্ঠ আমার কাছে’। কিন্তু সময় বদলেছে, তার সঙ্গে বেড়েছে চাওয়া-পাওয়ার তালিকাও। তাছাড়া সবাইকে পেছনে ফেলে প্রথম হওয়ার নেশাই আলাদা। আর এই নেশায় মত্ত এখন মিঠাই (Soumitrisha Kundu)।

একটানা টি-আর-পি তালিকায় শীর্ষ স্থান দখন করে রেখেছিল জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। কিন্তু স্টারে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ শুরু হওয়ার পর থেকে সিংহাসন টলেছে ‘মিঠাই’-এ। প্রথম স্থান থেকে দ্বিতীয় হয়ে এসপ্তাহে তৃতীয় স্থানে এসে দাঁড়িয়েছে ‘মিঠাই’-এর টি-আর-পি। আর তাতেই মন খারাপ ম্যাডামের। যদিও হেরে যাওয়ার মেয়ে তিনি নয়। তাই লড়াকুদের মতো ফেসবুকে একটি মিম শেয়ার করেছেন অভিনেত্রী লিখেছেন, ‘ভাল কাজ করো, ফলাফল তোমার কাছে ফিরে আসবেই ।’ 

সত্যজিৎ রায় হয়ে উঠতে জিতুর জীবন থেকে বাদ গিয়েছে অনেক কিছু

প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ওঠাপড়া লেগেই থাকে। গত দুই সপ্তাহে মিঠাই এক নম্বরে জায়গা করে নিয়েছিল। কিন্তু এই সপ্তাহে ফের এক নম্বরে স্টার জলসার গাঁটছড়া। রেটিং পয়েন্ট ৭.৭। দুই নম্বরে উঠে এলো স্টার জলসার ধুলোকণা। রেটিং পয়েন্ট ৭.৫। তিন নম্বরে জায়গা করে নিয়েছে স্টার জলসার আলতা ফড়িং এবং জি বাংলার মিঠাই। দুটিরই রেটিং পয়েন্ট ৭.২। চার নম্বরেও দুটি ধারাবাহিক- স্টার জলসার অনুরাগের ছোঁয়া ও জি বাংলার গৌরী এলো। দুটিরই রেটিং পয়েন্ট ৭.১। পাঁচ নম্বরে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও উমা। দুটির রেটিং পয়েন্ট ৬.৪। ছয় নম্বরে জি বাংলার পিলু। রেটিং পয়েন্ট ৬.১। স্টার জলসার আয় তবে সহচরি রয়েছে সাত নম্বরে। এর রেটিং পয়েন্ট ৬। এর পরেই অর্থাৎ আট নম্বরে রয়েছে স্টার জলসার মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৫.৯।

পিহুর শরীরি উষ্ণতায় চড়ছে স্টারের টি-আর-পি পারদ

এদিকে টি-আর-পি-এর এই লড়াইয়ে নিজেদের জায়গা ধরে রাখতে ‘মিঠাই’-এর গল্পে এসেছে নতুন মোর। অ্যাকসিডেন্টের পর উধাও সিদ্ধার্থ। অন্যদিকে রকি দ্যা রকস্টার হয়ে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র। কে এই রকি? তাই নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।