Sandesh Jhingan : ফের ইউরোপে যাওয়ার প্লেনে উঠতে পারেন সন্দেশ

সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan) নিয়েও জল্পনা জারি রয়েছে। আগামী মরশুমে তিনি এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) থাকবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে বলে খবর।

ইউরোপের পেশাদার ফুটবলের স্বাদ আগেই পেয়েছেন সন্দেশ। এবার ভারতে আসার আগে তিনি ছিলেন HNK Sibenik ক্লাবে। সেখানে তেমন সুযোগ পাননি। সেই সঙ্গে ভবিষ্যত্ সম্ভাবনাও খুব একটা নিশ্চিত ছিল না। এই পরিস্থিতিতে ভারতে ফিরে এসেছিলেন। যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে।

   

ATK Mohun Bagan

সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ, ভারতের তারকা ডিফেন্ডারের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে ইউরোপের তিনটি ক্লাবের প্রস্তাব। বাগানের পক্ষ থেকেও চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। 

<

p style=”text-align: justify;”>বিদেশের ক্লাবের থাকার সময় চোট সমস্যা তাঁকে ভুগিয়েছিল। এটিকে মোহন বাগানেও তাই। চোটের কারণে একাধিক ম্যাচে তিনি খেলতে পারেননি। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ফের ইউরোপে গিয়ে সন্দেশ যদি সফল হতে না পারেন তাহলে তার প্রভাব কেরিয়ারে পড়তে পারে। অভিজ্ঞ ফুটবলার নিশ্চই সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন