SSC: নিয়োগ দুর্নীতি মামলায় মামলাকারীকে তলব সিবিআইয়ের

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার মামলাকারীকে তলব করল সিবিআই। আটটি মামলার মধ্যে এই প্রথমবার কোনও মামলাকারীকে তলব করল কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা। আগামীকাল…

west bengal SSC scam

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার মামলাকারীকে তলব করল সিবিআই। আটটি মামলার মধ্যে এই প্রথমবার কোনও মামলাকারীকে তলব করল কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা। আগামীকাল সকাল ১১ টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। মামলাকারীদের কাছে থেকে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি তলব করা হয়েছে।

সূত্রে খবর, নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম অনিন্দিতা বেরা। তাঁকেই আগামীকাল তলব করা হয়েছে।

মামলাকারীর আইনজীবীদের তরফে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ তুলে ধরেছেন এই মামলাকারীরা। তাঁরা কোথা থেকে দুর্নীতি সঙ্গে যুক্ত নথি পেয়েছিলেন। এর সঙ্গে কারা যুক্ত? আর কোনও নথি তাঁদের হাতে রয়েছেন কি না, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। সেক্ষেত্রে বেশ কিছু নথি সিবিআইকে তদন্তের ক্ষেত্রে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ উঠেছে। গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক অভিযোগ উঠরতে শুরু করে। নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের প্রত্যেকের অভিযোগ ছিল, প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি তাঁদের।

পরে অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনায় মামলাকারীদের তলব করল সিবিআই।